এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka)। সোনামণি সাহা, প্রতীক সেন এবং সপ্তর্ষি মৌলিক অভিনীত এই ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। প্রথমে একজন নায়ক এবং একজন নায়িকাকে নিয়ে শুরু হয়েছিল লীনা গাঙ্গুলীর এই ধারাবাহিক। পোখরাজ এবং রাধিকার কাহিনী দেখানো হতো সিরিয়ালে। তবে সময়ের সঙ্গে এন্ট্রি হয়েছে আরও দুই নায়ক-নায়িকার।
পোখরাজ-রাধিকার সম্পর্কে একদিকে যেমন ভাঙন ধরেছেন, তেমনই তাঁদের জীবনে এসেছে নতুন মানুষ। রাধিকার জীবনে এন্ট্রি হয়েছে ডক্টর অনির্বাণ গুহর। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন। অপরদিকে পোখরাজের জীবনে এসেছে রঞ্জাবতী। তবে এখানেই শেষ নয়। শীঘ্রই এই সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন স্টার জলসার আরও এক জনপ্রিয় নায়িকা। আর তাতেই বদলাতে চলেছেন চারজনের সম্পর্কের সমীকরণ।
এমনিতেই ‘এক্কাদোক্কা’ দর্শকদের একাংশের অভিযোগ, সিরিয়ালের আসল নায়ক পোখরাজকে এখন আর তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং যত সময় যাচ্ছে, তত মনে হচ্ছে নায়ক হিসেবে অনির্বাণকেই দেখাতে চাইছেন লেখিকা। অর্থাৎ ভেঙে ফেলা হয়েছে ‘রাধিরাজ’ জুটি। তবে পোখরাজকে একেবারে একা ফেলে রাখেননি লেখিকা। তাঁর জীবনেও এসেছে রঞ্জাবতী নামের এক নায়িকা।
কিন্তু এখানেই টুইস্টের শেষ নয়। এবার সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছে আরও একজন নায়িকা। শোনা যাচ্ছে, মাত্র দু’মাসে ‘বালিঝড়’ শেষ হওয়ার পর ‘এক্কাদোক্কা’র হাত ধরে ছোটপর্দার ফিরছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, এর আগে প্রতীক সেনের সঙ্গে ‘খোকাবাবু’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।
প্রতীক-সোনামণির মতো, প্রতীক-তৃণার জুটিও দর্শকমহলে দারুণ হিট হয়েছিল। এবার শোনা যাচ্ছে, ‘মোহর’ জুটির মতো লেখিকা ‘খোকাবাবু’ জুটিকেও ফের একবার পর্দায় ফেরাতে চলেছেন। এখন নিশ্চয়ই ভাবছেন কোন চরিত্রে এন্ট্রি নেবেন তৃণা? সেই খবরও প্রকাশ্যে এসেছে।
নেটপাড়ায় গুঞ্জনকে বিশ্বাস করা হলে, ‘এক্কাদোক্কা’য় অনির্বাণের প্রথম স্ত্রীর চরিত্রে দেখা যাবে তৃণাকে। প্রিয় অভিনেত্রীর কামব্যাকের খবর শুনে বেশ খুশি হয়েছেন তৃণার অনুরাগীরা। তৃতীয় নায়িকার এন্ট্রির পর সিরিয়ালের গল্প কোন দিকে মোড় নেয় আপাতত সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।