বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ (Maine Pyaar Kiya) ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী (Bhagyashree)। প্রথম ছবিতেই তাঁর অভিনয় দাগ কেটেছিল দর্শকমনে। একটি ছবি করেই রাতারাতি তারকা হয়ে যান তিনি। তাঁকে একবার দেখেই হৃদস্পন্দন বেড়ে যেত বহু পুরুষের। তবে কেরিয়ারের মধ্যে গগনে থাকাকালীনই বিয়ে করে নেন নায়িকা। ইতি টানেন বলিউড কেরিয়ারে।
ভাগ্যশ্রী ফিল্মি দুনিয়া থেকে সরে গেলেও অনুরাগীরা কিন্তু তাঁকে ভুলে যাননি। নব্বইয়ের দশকের এই সুন্দরী নায়িকাকে আজও বেশ মিস করেন তাঁরা। সম্প্রতি যেমন ফের একবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে এবার অবশ্য কারণটা তাঁর মেয়ে (Daughter)। সম্প্রতি ভাগ্যশ্রীর রূপসী মেয়ে অবন্তিকার (Avantika Dassani) ছবি সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। নায়িকা-কন্যাকে দেখে একেবারে ফিদা হয়ে গিয়েছে নেটিজেনরা।
রাজ পরিবারে জন্ম ভাগ্যশ্রীর। রূপের দিক থেকে তাই কোনও ভাবেই একজন রাজকুমারীর থেকে কম ছিলেন না তিনি। নিজের সৌন্দর্যে সহজেই সকলকে মোহিত করে ফেলতেন। ভাগ্যশ্রীর মেয়ে অবন্তিকাও মায়ের মতোই সুন্দরী। অনেকের মতে, তাঁকে দেখে অল্প বয়সী ভাগ্যশ্রীর মুখ মনে পড়ে যায়।
‘ম্যায়নে প্যায়ার কিয়া’ নায়িকার মেয়ে ইতিমধ্যেই বলিউডে পা রেখে ফেলেছেন। ২০২২ সালে ‘মিথ্যা’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। বলিউডের নামী অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে এই সিরিজে কাজ করেছেন তিনি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছিল অবন্তিকাকে। ডেবিউ সিরিজেই নজরকাড়া অভিনয় করেছেন তিনি।
বলিউডে পা রাখার সঙ্গেই অবন্তিকার ব্যক্তিগত জীবনও লাইমলাইটে চলে এসেছে। কয়েকদিন আগেই বলিউডের নামী গায়ক আরমান মালিকের সঙ্গে তাঁর প্রেমের খবর শোনা গিয়েছিল। প্রায়ই একসঙ্গে দেখা যায় দু’জনকে। সেখান থেকেই শুরু প্রেমের জল্পনা। যদিও দুই তারকার কেউই এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি।
প্রসঙ্গত উল্লেখ্য, অবন্তিকা ছাড়াও ভাগ্যশ্রীর এক ছেলেও রয়েছে। তাঁর নাম অভিমন্যু। মায়ের মতো সেও বলিউডে ডেবিউ করে ফেলেছে। এখনও পর্যন্ত ভাগ্যশ্রীর মতো সাফল্য পায়নি তাঁর সন্তানরা। তবে অনুরাগীদের বিশ্বাস, অভিমন্যু এবং অবন্তিকা যতখানি প্রতিভা আছে, তাতে তাঁদের সফল হওয়া একপ্রকার অনিবার্য।