বাংলা সিরিয়ালের (Bengali Serial) মিষ্টি অভিনেত্রী হলেন ইধিকা পাল (Idhika Paul)। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘রিমলি’তে মুখ্য চরিত্রে অভিনয় করেই প্রথম নজর কেড়েছিলেন তিনি। পরবর্তীতে ওই একই চ্যানেলেরই আরেক জনপ্রিয় সিরিয়াল ‘পিলু’তেও রঞ্জা নামের আরও এক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন ইধিকা।
নিজের সুনিপুণ অভিনয় দক্ষতায় অল্প দিনেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। শুরুর দিকে পিলু সিরিয়ালে তাঁর চরিত্রে নেগেটিভ শেড দেখা গেলেও পরবর্তীতে পজিটিভ চরিত্রে বদলে যায় রঞ্জা। ইধিকার দুর্দান্ত অভিনয় অল্প দিনেই তাঁকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। যার ফলে ইতিপূর্বে বিনোদন জগতের একাধিক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের মুখেও শোনা গিয়েছে ইধিকার অপূর্ব অভিনয়ের প্রশংসা।
অভিনয়ের পাশাপাশি ইধিকার রয়েছে আরও একটি বিশেষ গুণ। আসলে অভিনয়ের পাশাপাশি নাচেও কিন্তু দুর্দান্ত পারদর্শী এই অভিনেত্রী। সম্প্রতি ডান্স বাংলা ডান্সের নতুন সিজনে অতিথি প্রতিযোগী হয়ে এসেছিলেন তিনি। প্রসঙ্গত ডান্স বাংলা ডান্স-এর চলতি সিজনের অন্যতম মূল আকর্ষণ হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
একটা সময় তার হাত ধরেই শুরু হয়েছিল এই নাচের রিয়েলিটি শোয়ের সফর। শুরুর দিকে এই নাচের রিয়েলিটি শোয়ে যারা প্রতিযোগী হয়ে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই এখন সুপ্রতিষ্ঠিত অভিনয় জগতে। তাদের মধ্যে অন্যতম হলেন রুবেল দাস, রোহন ভট্টাচার্য,শ্বেতা ভট্টাচার্য এবং ঐন্দ্রিলা সাহার মতো অভিনেতা অভিনেত্রীরা।
View this post on Instagram
সম্প্রতি ডান্স বাংলা ডান্সের নতুন সিজেনে অংশ নিয়েছিলেন এই শোয়ের এর পুরনো প্রতিযোগীরা। তবে তাদের মধ্যে ছিলেন অন্যতম ছিলেন ইধিকা। যদিও এটাই ছিল ডান্স বাংলা ডান্সের মঞ্চে ইধিকার প্রথম পারফরমেন্স। কিন্তু এদিন এই নাচের মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী শেয়ার করে নিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তীর সাথে তাঁর একটি পুরনো স্মৃতি।
এদিন ইধিকা জানান তার সাথে নাকি মিঠুন চক্রবর্তীর আগেও আলাপ হয়েছিল। কিন্তু তখন তিনি খুবই ছোট ছিলেন। তখন একবার টালিগঞ্জের স্টুডিওতে শুটিং করতে এসেছিলেন অভিনেতা। তখনই অন্যান্যদের মতো ইধিকাও দেখতে গিয়েছিলেন সুপারস্টারকে। তবে ভীড়ের মধ্যে তিনি হারিয়ে যাচ্ছিলেন। আর সেটা নজরে পড়ে গিয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর।
View this post on Instagram
এপ্রসঙ্গে ইধিকা বলেন ‘উনি এত বড় একজন সুপারস্টার। অথচ কি মাটির মানুষ! আমাকে উনি ডেকে বলেছিলেন ‘ম্যাম আপনি তো হারিয়ে যাচ্ছেন। এই বলে আমাকে উনার চেয়ারে বসতে দিয়েছিলেন।’ ইধিকার কথা শুনে এদিন মিঠুন বলে ওঠেন যে তিনি ভুল কিছু করেনি ঠিক মানুষই চিনেছিলেন।