• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মহারাজা’র পরিবারে এল নতুন সদস্য! আনন্দে ভাসছে সৌরভ-ডোনা সহ গাঙ্গুলী পরিবার

Updated on:

Sourav Ganguly and Dona Ganguly bought a Mercedes-Benz GLS price will shock you

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) শুধুমাত্র বাংলার নন, গোটা দেশের গর্ব। একাধিকবার বিশ্বদরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি। নিজের কর্মজীবনের পাশাপাশি সৌরভ নিজের ব্যক্তিগত জীবনের জন্যেও একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। স্ত্রী ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) সঙ্গে তাঁর প্রেমকাহিনী কোনও সিনেমার চেয়ে কম নয়।

একসঙ্গে বহু চড়াই-উৎরাই পেরিয়েছেন সৌরভ এবং ডোনা। তবে কখনও একে অপরের হাত ছাড়েননি তাঁরা। দু’দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে সুখে সংসার করছেন তাঁরা। মেয়ে সানাকে (Sana Ganguly) নিয়ে আনন্দে রয়েছেন গাঙ্গুলী দম্পতি। এবার তাঁদের পরিবারেই চলে এল নতুন সদস্য। আচমকা পাওয়া এই সুখবরে স্বাভাবিকভাবেই সৌরভ-ডোনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

Sourav Ganguly, Sourav Ganguly wife, Sourav Ganguly family

একরাশ আনন্দ এবং খুশি নিয়ে সৌরভ-ডোনার পরিবারে এসেছে এই নতুন সদস্য। তাঁকে পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে বাড়ির সকলেও। খোলা মনে আনন্দের সঙ্গে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন গাঙ্গুলী পরিবারের সকলে।

সৌরভ-ডোনার একমাত্র মেয়ে, নয়নের মণি সানা এখন পড়াশোনার জন্য বিদেশে থাকেন। তাই তাঁদের পরিবারে এই নতুন সদস্য আসার মন ভালো হয়ে গিয়েছেন সকলের। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছেন মিস্টার অ্যান্ড মিসেস গাঙ্গুলীই নিজে।

Sourav Ganguly car, Sourav Ganguly Mercedes-Benz GLS

প্রাক্তন ভারত অধিনায়কের গাড়ি (Car) প্রতি ভালোবাসার কথা কারোরই অজানা নয়। ‘মহারাজের’ বাড়িতে সাজানো রয়েছে বিশ্বের একাধিক দামি গাড়ি। বিএমডব্লিউ, মার্সিডিজ, অডির মতো লাক্সারি গাড়ির মালিক তিনি। এবার সেই লিস্টেই যোগ হল আরও একটি বিলাসবহুল গাড়ির নাম। মার্সিডিজের নতুন গাড়ি, মার্সিডিজ বেঞ্জ জিএলএস (Mercedes-Benz GLS) সদ্যই বাজারে লঞ্চ হয়েছে। এবার সেই গাড়িই কিনে ফেললেন ‘দাদা’।

গাড়িটি কেনার পর সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌরভ এবং ডোনা দু’জনেই। সেখানে দেখা যাচ্ছে, পুষ্পস্তবক এবং গাড়ির চাবি সৌরভের হাতে তুলে দেওয়া হচ্ছে। অপর একটি ছবিএ দেখা যাচ্ছে, বাড়ির গ্যারেজের সামনে দাঁড়িয়ে নতুন গাড়ির সঙ্গে পোজ দিচ্ছেন ডোনা। জানা গিয়েছে, বিলাসবহুল এই গাড়ির দাম শুরু ১ কোটি ৪৩ লাখ টাকা থেকে। তবে যদি কাস্টোমাইজ করা হয়, তাহলে সেই অঙ্কটা ৩ কোটি পেরিয়ে যেতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥