• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঙালি মানেই দুর্দান্ত গানের গলা, প্রকাশ্যে এল এর পিছনের আসল বিজ্ঞানসম্মত কারণ

আমাদের দেশে এমন অনেক বাঙালি গায়ক গায়িকা (Bengali Musician) রয়েছেন যাঁরা বাংলার গণ্ডি ছাড়িয়ে সঙ্গীত শিল্পী হিসাবে সফল হয়েছেন বলিউডেও। এককথায় বলতে গেলে রাজত্ব করছেন গানের জগতে। তাছাড়া বলিউডে প্রতিষ্ঠিত হওয়া মানেই গোটা বিশ্বের দরবারে পৌঁছে যাওয়া।

বলিউডের এমন অনেক বাঙালি সংগীত শিল্পী রয়েছেন  যারা যুগ যুগ ধরে রাজত্ব করছে করছেন গানের জগতে। কিন্তু জানেন কি বাঙালিরা কেন এত ভালো গান গাইতে পারেন? আজকের প্রতিবেদনে তারই উত্তর নিয়ে হাজির হয়েছি। তার আগে পরিচয় করা যাক গানের জগতে উজ্জ্বল নক্ষত্র এমনই কয়েকজন বাঙালি গায়কদের সম্পর্কে।

   

কিশোর কুমার (Kishore Kumar): এই তালিকার প্রথমেই যাঁর নাম আসে তিনি নিঃসন্দেহে কিশোর কুমার।  বলিউডের এই কিংবদন্তি গায়কের গান প্রজন্মের পর প্রজন্ম জুড়ে নতুনের মতো থেকে যাবে। আইকনিক এই বাঙালি গায়কের গাওয়া গানে আজও সমৃদ্ধ হয়ে চলেছে গোটা সংগীত জগৎ। তাই মৃত্যুর পরেও কিশোরকুমার  জীবিত রয়েছেন অসংখ্য সংগীত প্রেমীদের মনের মণি কোঠায়।

Bengali,বাঙালি,Singer,গায়ক,Bollywood,বলিউড,Good Vocal Quality,ভালো গানের গলা,Reason,কারণ,Kishore Kumar,কিশোর কুমার,Bappi Lahiri,বাপ্পি লাহিড়ী,Kumar Shanu,কুমার শানু,Arijit Singh,অরিজিৎ সিং,Shreya Ghoshal,শ্রেয়া ঘোষাল

বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri): তালিকায় রয়েছেন বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী। একসময় এই বাঙালি সঙ্গী শিল্পীর হাত ধরেই বদলাতে শুরু করেছিল গোটা ভারতীয় সংগীত জগতের গানের দিশা। প্রসঙ্গত  আমাদের দেশের ডিস্কো গানের অঘোষিত সম্রাট তিনি।  তাঁর কালজয়ী সব সৃষ্টিতে সমৃদ্ধ ভারতীয় সঙ্গীত জগত। তাই গোটা বাংলা এবং বাঙালির গর্ব সকলের প্রিয় বাপ্পি দা।

Bappi Lahiri

কুমার শানু (Kumar Shanu): ভারতীয় সংগীত জগতের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি গায়কদের মধ্যে অন্যতম  হলেন কুমার শানু। জনপ্রিয় এই মেলোডি কিংয়ের গানের নেশায় আজও বুঁদ হয়ে থাকেন শ্রোতারা। অনেকেই হয়তো জানেন না পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই গায়কের আসল নাম কেদারনাথ ভট্টাচার্য।  আশি থেকে নব্বইয়ের  দশকে তাঁর গাওয়া একচেটিয়া গানে সমৃদ্ধ হয়েছে গোটা বলিউড।

Bengali,বাঙালি,Singer,গায়ক,Bollywood,বলিউড,Good Vocal Quality,ভালো গানের গলা,Reason,কারণ,Kishore Kumar,কিশোর কুমার,Bappi Lahiri,বাপ্পি লাহিড়ী,Kumar Shanu,কুমার শানু,Arijit Singh,অরিজিৎ সিং,Shreya Ghoshal,শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal):  জনপ্রিয় বাঙালি গায়ক গায়িকাদের তালিকা করতে বসলে যে নামটা ছাড়া এক কথায় তা অসম্পূর্ণ তিনি নিঃসন্দেহে মিষ্টি গায়িকা শ্রেয়া ঘোষাল। মিষ্টি কন্ঠের অধিকারী এই বাঙালি গায়িকার গানে সমৃদ্ধ বাংলা এবং হিন্দি উভয় সংগীত জগত। তবে শুধু নিজের দেশেই নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে শ্রেয়া ঘোষালের খ্যাতি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।

Bengali,বাঙালি,Singer,গায়ক,Bollywood,বলিউড,Good Vocal Quality,ভালো গানের গলা,Reason,কারণ,Kishore Kumar,কিশোর কুমার,Bappi Lahiri,বাপ্পি লাহিড়ী,Kumar Shanu,কুমার শানু,Arijit Singh,অরিজিৎ সিং,Shreya Ghoshal,শ্রেয়া ঘোষাল

অরিজিৎ সিং (Arijit Singh): কাশ্মীর থেকে কন্যাকুমারী খ্যাত এই মুহূর্তে দেশের নাম্বার ওয়ান গায়ক হলেন  বাংলার এই ভূমিপুত্র অরিজিৎ সিং। নিমেষের মধ্যে মন ভালো করতে ম্যাজিকের মতো কাজ অরিজিৎ সিংয়ের গান। তাই সঙ্গীতপ্রেমীরা সকলেই মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকেন অরিজিৎ সিং এর গান।

Bengali,বাঙালি,Singer,গায়ক,Bollywood,বলিউড,Good Vocal Quality,ভালো গানের গলা,Reason,কারণ,Kishore Kumar,কিশোর কুমার,Bappi Lahiri,বাপ্পি লাহিড়ী,Kumar Shanu,কুমার শানু,Arijit Singh,অরিজিৎ সিং,Shreya Ghoshal,শ্রেয়া ঘোষাল

দেশ ছাড়িয়ে বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন এইসব বাঙালি গায়কদের গানের গলা, এত ভালো হওয়ার পিছনে যে কারণটি সম্প্রতি উঠে এসেছে তা হল বাংলা ভারত তথা পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা। এই ভাষায় কথা বলার জন্যই নাকি বাঙালিদের স্বর মিষ্টি হয়। তাই তারা ভালো গায়ক হতে পারেন।

site