জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলী (Roopa Ganguly) স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) সিরিয়ালে বিথীকা মিত্রের (Bithika Mitra) চরিত্রে অভিনয় ছাড়ার পর থেকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সিরিয়ালের দর্শকদের একটা বড় অংশ বিথী মাসির চরিত্রে রূপা গাঙ্গুলীর পরিবর্তে অভিনেত্রী অনুশ্রী দাসকে (Anushree Das) দেখতে একেবারেই নারাজ। আসলে এই চরিত্রটিতে রূপা গাঙ্গুলীর পরিবর্তে অন্য কাউকেই মানতে পারছেন না দর্শক।
রূপা গাঙ্গুলী মেয়েবেলা ছাড়ার পর গত সপ্তাহে অনুশ্রী দাস বিথী চরিত্রে এন্ট্রি নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান সমালোচনা। এরই মধ্যে মেয়েবেলা ছাড়ার কারণ জানিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলে ছিলেন খোদ অভিনেত্রী রূপা গাঙ্গুলি নিজেই। তবে সিরিয়াল ছাড়ার কারণ হিসেবে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেছিলেন ‘ধারাবাহিকে যে অসভ্যতা দেখানো হচ্ছে তা আমি মানতে পারছিলাম না। এই সময়ে দাঁড়িয়ে একটা সিরিয়াল কি করে এতটা রিগ্রেসিভ হতে পারে?’
অভিনেত্রীর এই মন্তব্যে একদিকে অনুরাগীরা যেমন তাঁর প্রশংসা করেছেন তেমনই রূপা গাঙ্গুলির মন্তব্যের জবাব দিতে ছাড়েননি সিরিয়ালের চিত্রনাট্যকার শুভময় বিশ্বাস (Subhamay Biswas)। সম্প্রতি ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে সেখানে তিনি লিখেছিলেন,‘নিজের চরিত্রের ব্রিফ জেনেই উনি রাজি হন বীথিকা মিত্রের ভূমিকায় অভিনয় করতে। তাহলে আজ হঠাৎ করে কী হলো? আজ উনি কেন বলছেন বীথি মৌয়ের প্রতি বড্ড নেগেটিভ?… মেয়েবেলা টেলিকাস্ট হতে শুরু করার একেবারে গোড়ার দিকে বীথি মৌয়ের জন্মদিন সেলিব্রেশনের সিকোয়েন্সে মৌকে প্রায় চড় মেরে বসে’।
সম্প্রতি এই বিতর্কিত বিষয়ে টিভি নাইন বাংলায় মুখ খুলেছিলেন নতুন বীথি মাসি অভিনেত্রী অনুশ্রী দাস। সেখানে অভিনেত্রী জানিয়েছেন তিনি নাকি সিরিয়ালের শুটিং করার আগে নিজে থেকে ফোন করেছিলেন খোদ অভিনেত্রী রূপা গাঙ্গুলীর কাছে। ফোন করে তিনি জানতে চান ‘রূপাদি, তুমি কি আর একবার ভাববে? উনি জানিয়ে দিলেন যে না। আমাকে লিখলেন, “লাভ ইউ বাবু”। আমিও উত্তর দিলাম, “লাভ ইউ টু”, ব্যস শুরু হল আমার জার্নি।’
তবে রূপা গাঙ্গুলী অভিনীত চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়ে প্রথমেই কিন্তু হ্যাঁ বলতে পারেননি অনুশ্রী। অভিনেত্রীর কথায় ‘ও বাবা তখন আমি যাত্রা করি ছেলের পাঠ করি ন বছর বয়স আর রূপাদি কাঁপিয়ে দ্রৌপদীতে অভিনয় করছে সেই মানুষটার পরিবর্তে আমি দর্শকের চোখ একটা ব্যাপার থাকে। আমারও এই ভয়টা ছিল এখনও আছে’।
প্রসঙ্গত রূপা গাঙ্গুলী অভিযোগ করেছিলেন চিত্রনাট্যে শুধুই নির্যাতন দেখানো হয় চরিত্রটা নাকি খুবই রিগ্রেসিভ ধরনের। যে সমানে বধূ নির্যাতন করে চলেছে। এ প্রসঙ্গে অনুশ্রী বলেছেন ‘রিগ্রেসিভ আমি বলব না। ভীষণভাবে কঠিন একজন মানুষ। যার মধ্যে অনেক শেড আছে’। এছাড়া যেসব দর্শকরা বলছেন নতুন বিথী মাসিকে তারা দেখতে চান না তাদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন ‘দেখুন, আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসা পেতে। যদি যোগ্য মনে করেন তাহলে ভালবাসা দেবেন।’