• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সাংসদ হয়ে জুয়ার প্রচার?’, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেই চরম কটাক্ষের শিকার মিমি চক্রবর্তী

Updated on:

Mimi Chakraborty,troll,actress,advertisement,Tollywood,Tollywood actress,betting app,sports wear,gossip,Tollywood gossip,entertainment,মিমি চক্রবর্তী,ট্রোল,অভিনেত্রী,টলিউড,টলিউড অভিনেত্রী,স্পোর্টস ওয়্যার,বিজ্ঞাপন,বেটিং অ্যাপ,গসিপ,টলিউড গসিপ,বিনোদন,Mimi Chakraborty trolled,Mimi Chakraborty advertisement,Mimi Chakraborty betting app,Mimi Chakraborty sports wear,মিমি চক্রবর্তী ট্রোলড,মিমি চক্রবর্তী বিজ্ঞাপন,মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ,মিমি চক্রবর্তী স্পোর্টস ওয়্যার

টলিউডের (Tollywood) চর্চিত ব্যক্তিত্বদের তালিকায় মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) নাম ওপরের দিকেই থাকবে। মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। কখনও নিজের কর্মজীবনের কারণে, কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার টপিক হয়ে ওঠেন অভিনেত্রী। সম্প্রতি যেমন এই মিমিই নেটপাড়ায় তুমুল ট্রোলিংয়ের (Troll) মুখে পড়ছেন।

অভিনয়ের পাশাপাশি মিমি রাজনীতির দুনিয়ারও পরিচিত মুখ। টলিপাড়ার এই নামী অভিনেত্রী একজন সাংসদও। নিজের পেশাগত জীবন এবং রাজনৈতিক পরিচয়ের কারণে অতীতে বহুবার সংবাদমাধ্যমের পাতায় স্থান করে নিয়েছেন তিনি। এবার ফের একবার তাঁর দিকে ধেয়ে এল নানান কটাক্ষ। সৌজন্যে একটি বিজ্ঞাপন (Advertisement)।

Mimi Chakraborty, Mimi Chakraborty trolled

বিনোদন দুনিয়ার মানুষদের প্রায়ই নানান জিনিসের বিজ্ঞাপন দিতে দেখা যায়। মিমিকেও অতীতে একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গিয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে একটি স্পোর্টস ওয়্যারের (Sports wear) বিজ্ঞাপন দেন টলি সুন্দরী। আর তাতেই বাঁধে বিপত্তি।

মিমি যে সংস্থার স্পোর্টস ওয়্যারের বিজ্ঞাপন দিয়েছেন সেই সংস্থার একটি অ্যাপও রয়েছে। সেই অ্যাপ থেকে বেটিং হয়ে বলে দাবি নেটিজেনদের একাংশের। এমন বেটিং অ্যাপের (Betting app) স্পোর্টস ওয়্যারের প্রচার করছেন বলেই মিমিকে একহাত নেন নেটাগরিকদের একটি বৃহৎ অংশ। টলি সুন্দরীর দিকে ধেয়ে আসে নানান কটাক্ষ।

Mimi Chakraborty, Mimi Chakraborty trolled

নেটিজেনদের একাংশের প্রশ্ন, কেন ‘জুয়া’র বিজ্ঞাপন দিচ্ছেন মিমি? যদিও এই প্রথম নয়, এর আগেও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কটাক্ষ শুনতে হয়েছিলে টলি অভিনেত্রীকে। এবার ফের এমনটাই হল। একজন নেটাগরিক যেমন মিমিকে কটাক্ষ করে লিখেছেন, ‘সাংসদ হয়ে এই প্রচারে আপনার লজ্জা হওয়া উচিত’। দ্বিতীয়জনের আবার প্রশ্ন, ‘কেন বেটিং ওয়েবসাইত প্রোমোট করছেন?’


নেটপাড়ায় মিমির পোস্ট ঘিরে যত বিতর্কই হোক না কেন, পেশাগত দিক থেকে এখন কিন্তু বেশ ভালোও জায়গায় আছেন তিনি। টলিউডের গণ্ডি ছাড়িয়ে শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন মিমি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে বঙ্গ তনয়ার বলিউড ডেবিউ ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র পোস্টার। সেই সিনেমায় মিমির সঙ্গে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নির মতো তারকারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥