• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাঠিতেই সম্পর্ক শেষ! এই ৯ সেলিব্রিটির লাভস্টোরিতে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল নিজের মায়েরাই

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে সম্পর্কে (Relationship) ভাঙা গড়া লেগেই থাকে। একসঙ্গে কাজ করতে গিয়ে, অথবা কোনও পার্টি কিংবা অনুষ্ঠানে আলাপ হওয়ার পর প্রেমের সম্পর্কে জড়ান বহু তারকা। এর মধ্যে কিছু সম্পর্ক পূর্ণতা পায়, কিছু আবার ছাদনাতলা অবধি যাওয়ার আগেই ভেঙে (Break up) যায়। বহু সম্পর্ক ভাঙার নেপথ্যে থাকে তারকাদেরই পরিবারের সদস্যরা। আজকের প্রতিবেদনে বলিউডের এমন ৯ তারকাজুটি নাম তুলে ধরা হল যাদের সম্পর্কে ভিলেন হয়ে দাঁড়িয়েছিলেন তাঁদের নিজের মা (Mother)!

রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ (Ranbir Kapoor and Katrina Kaif)- রণবীর-ক্যাটরিনার সম্পর্কের কথা একসময় ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’ ছিল। শোনা গিয়েছিল, বিয়ে নিয়েও ভাবনাচিন্তা করছেন দু’জনে। তবে ক্যাটরিনাকে নাকি বৌমা হিসেবে বিশেষ পছন্দ ছিল না রণবীরের মা নীতুর। একবার একটি ফ্যামিলি ফটো থেকে ক্যাটকে বাদও দিয়ে দিয়েছিলেন তিনি।

   

Ranbir Kapoor and Katrina Kaif, Ranbir Kapoor and Katrina Kaif break up

করিশ্মা কাপুর এবং অভিষেক বচ্চন (Karishma Kapoor and Abhishek Bachchan)- বলিউডের এই দুই তারকার সম্পর্কেও ভিলেন হয়ে দাঁড়িয়েছিলেন একজনের মা। আসলে সেই সময় অভিষেকের কেরিয়ার খুব একটা ভালো পর্যায়ে ছিল না। মেয়ের জন্য এমন ছিল না পছন্দ ছিল না করিশ্মার মা ববিতার। সেই জন্য ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

Abhishek Bachchan and Karishma Kapoor

করিনা কাপুর এবং শাহিদ কাপুর (Kareena Kapoor and Shahid Kapoor)- বড় মেয়ে করিশ্মার মতো ছোট মেয়ে করিনার সম্পর্কও ভেঙেছেন ববিতা। শোনা যায়, শাহিদকে জামাই হিসেবে একেবারেই ‘যোগ্য’ মনে হতো না তাঁর। সেই জন্য কলকাঠি নেড়ে সেই সম্পর্ক ভেঙে দেন ববিতা।

Shahid Kapoor and Kareena Kapoor, Kareena Kapoor chased Shahid Kapoor

গোবিন্দা এবং নীলম কোঠারি (Govinda and Neelam Kothari)- বিয়ের পর নীলমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন গোবিন্দা। শোনা যায়, নীলমের জন্য স্ত্রী সুনীতাকে ডিভোর্স অবধি দিতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু শেষ পর্যন্ত মা বিরোধিতা করায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন অভিনেতা।

Govinda and Neelam Kothari

রেখা এবং বিনোদ মেহরা (Rekha and Vinod Mehra)- মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রেখা এবং বিনোদ চুপিচুপি বিয়ে করেছিলেন। কিন্তু নতুন বৌকে নিয়ে বিনোদ বাড়ি গেলে তাঁর মা ভীষণ রেগে যান। শোনা যায়, রেখাকে চটি দিয়ে মারতে পর্যন্ত উদ্যত হয়েছিলেন অভিনেতার মা।

Rekha and Vinod Mehra

বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার (Bipasha Basu and Karan Singh Grover)- শোনা যায়, বঙ্গ তনয়াকে বিপাশাকে ছেলের বৌ বানাতে একেবারেই রাজি ছিলেন না করণের মা। কিন্তু বিপাশাও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত শাশুড়ির মন জয় করে করণকে বিয়ে করেন তিনি।

Karan Singh Grover and Bipasha Basu

সুধা চন্দ্রন এবং রবি দাং (Sudha Chandran and Ravi Dang)- সুধা এবং রবি পালিয়ে বিয়ে করেছিলেন। তাঁদের লাভস্টোরিতে ‘ভিলেন’ হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেত্রীর মা। শোনা যায়, সুধা পালিয়ে বিয়ে করায় ভীষণ রেগে গিয়েছিলেন তিনি। বহু বছর সম্পর্কও রাখেননি। তবে শেষ পর্যন্ত মেয়ে-জামাইকে আপন করে নেন সুধার মা।

Sudha Chandran and Ravi Dang

সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খান (Sushant Singh Rajput and Sara Ali Khan)- ‘কেদারনাথ’র শ্যুটিং চলাকালীন নাকি একে অপরকে মন দিয়ে বসেছিলেন সুশান্ত এবং সারা। কিন্তু তাঁদের প্রেমে ‘ভিলেন’ হয়ে দাঁড়ান অভিনেত্রীর মা অমৃতা। শোনা যায়, মায়ের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন সারা।

Sushant Singh Rajput and Sara Ali Khan

রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন (Ranbir Kapoor and Sara Ali Khan)- একবার নয়, দু’বার ছেলের প্রেম ভেঙেছেন নীতু কাপুর। ক্যাটরিনা ছাড়া দীপিকার সঙ্গেও রণবীরের প্রেম ভাঙার নেপথ্যে নাকি অভিনেতার মায়ের হাত ছিল।

Ranbir Kapoor and Deepika Padukone

শোনা যায়, দীপিকাকে ছেলের বৌ হিসেবে একেবারেই পছন্দ ছিল না নীতুর। শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় তারকাজুটির।

site