গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) রাজত্ব করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এখন তাঁর পরিচিতিই হয়ে গিয়েছে ‘ইন্ডাস্ট্রি’ নামে। টলিউডের এই নামী অভিনেতার কাছে বলিউড থেকেও বড় সুযোগ এসেছিল। সলমনের খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র জন্য প্রথমে তাঁকেই বেছেছিলেন নির্মাতারা। তবে বুম্বাদা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন। তাই বাংলা ছেড়ে কোথাও যাননি।
গত তিন দশক ধরে টলিউডে রীতিমতো রাজত্ব করছেন প্রসেনজিৎ। তাঁকে যদি ইন্ডাস্ট্রির ‘বেতাজ বাদশা’ বলা হয় তাহলে হয়তো খুব একটা ভুল হবে না। তবে বাংলায় এত গুলো বছর কাটিয়ে ফেলার পর এবার হয়তো আস্তে আস্তে বলিউডেও (Bollywood) নিজের পায়ের তলার জমি শক্ত করতে চাইছেন অভিনেতা। একের পর এক হিন্দি প্রোজেক্টে দেখা যাচ্ছে তাঁকে।
প্রসেনজিতের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। বলিউডেও তাঁর গুণমুগ্ধ প্রশংসক রয়েছে প্রচুর। সেই জন্যই তো একের পর এক হিন্দি প্রোজেক্টের অফার পাচ্ছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে বুম্বাদার ডেবিউ হিন্দি সিরিজ (Hindi web series) ‘জুবিলি’। দর্শকদের দারুণ পছন্দ হয়েছে তাঁর অভিনয়।
‘জুবিলি’র পর থেকেই জাতীয় স্তরেও প্রসেনজিৎকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। এবার এই সিরিজের রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে চলে এল অভিনেতার দ্বিতীয় হিন্দি ওয়েব সিরিজের টিজার এবং রিলিজের দিনক্ষণ। ‘জুবিলি’র পর টলি সুপারস্টারকে ‘স্কুপ’ (Scoop) সিরিজে দেখা যাবে।
হনসল মেহতার এই সিরিজে বুম্বাদাকে দেখা যাবে একজন দুঁদে সাংবাদিকের চরিত্রে। গত বছরই এই সিরিজ আসার খবর মিলেছিল। তবে স্টারকাস্ট প্রকাশ্যে আনা হয়নি। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি প্রকাশ্যে আসে ‘স্কুপ’র টিজার এবং রিলিজের দিনক্ষণ। জানা গিয়েছে, বিশিষ্ট সাংবাদিক জিগনা ভোরার আত্মজীবনী ‘বিহাইন্ড দ্য বার্স ইন বাইকুল্লাঃ মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে এই সিরিজটি তৈরি করছেন হনসল। সাংবাদিক রূপে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে প্রসেনজিৎকেও। আগামী জুন মাসের শুরুর দিকেই নেটফ্লিক্সে রিলিজ করবে ‘স্কুপ’।
View this post on Instagram
জানা যাচ্ছে, একটি বড় ঘটনা কভার করতে গিয়ে অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে পড়বে সাংবাদিক জাগ্রুতি পাঠক। সহকর্মী জয়দেব সেনের হত্যার সঙ্গেও ঘটনাচক্রে তাঁর নাম জড়িয়ে যাবে। এই নিয়েই এগোবে ‘স্কুপ’র গল্প। হনসল মেহতা পরিচালিত এই সিরিজে বুম্বাদার সঙ্গে অভিনয় করেছেন হিন্দি টেলিভিশন এবং বলিউডের নামী অভিনেত্রী করিশ্মা তান্না। এছাড়াও হরমন বাওয়েজা, মহম্মদ জিশান আয়ুবের মতো শিল্পীদেরও দেখা যাবে এই সিরিজে।