• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট্ট এই অভিনেত্রীই আজ কাঁপাচ্ছে ষ্টার জলসা! দেখুন তো জনপ্রিয় নায়িকাকে চিনতে পারছেন কি না?

Published on:

Unknown facts about Bengali serial actress Guddi AKA Shyamoupti Mudly

বাংলা টেলিভিশনে এমন অনেক অভিনেত্রী (Bengali serial actress) রয়েছেন যারা খুব কম বয়সেই (Childhood) অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন। আর এখন নায়িকা হিসেবে ছোটপর্দা কাঁপাচ্ছেন। সামাজিক মাধ্যমে প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নামী নায়িকাদের ছোটবেলার সিরিয়ালের নানান ছবি। সম্প্রতি যেমন স্টার জলসার এক জনপ্রিয় নায়িকার ছোটবেলার সিরিয়ালের লুক তুমুল ভাইরাল (Viral) হয়েছে সামাজিক মাধ্যমে (Social media)।

স্টার জলসার জনপ্রিয় নায়িকাদের নাম উঠলেই দর্শকদের মাথায় সবার প্রথমে বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকা স্বস্তিকা ঘোষের কথাই আসে। তবে জানিয়ে রাখি, নেটপাড়ায় যে নায়িকার ছবি ভাইরাল হয়েছে তিনি কিন্তু স্বস্তিকা তথা দীপা নন। বরং অন্য একটি জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা। আসল পরিচয় জানলে চমকে যাবেন আপনিও।

Shyamoupti Mudly, Shyamoupti Mudly childhood, Shyamoupti Mudly in Chokher Bali

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। টিআরপি তালিকায় তেমন খেল না দেখাতে পারলেও, বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে এই সিরিয়াল। পরকীয়া, ত্রিকোণ প্রেমের ট্র্যাক দেখিয়ে বহুবার কটাক্ষও শুনেছে এই ধারাবাহিক। লীনা গাঙ্গুলীর এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) এবং রণজয় বিষ্ণু।

Shyamoupti Mudly, Guddi serial Guddi

‘গুড্ডি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন শ্যামৌপ্তি। এর আগেও অবশ্য অনেক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। খুব কম বয়সেই অভিনেত্রী হিসেবে পথচলা শুরু হয়েছিল পর্দার গুড্ডির। মাত্র ১৩ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয় শ্যামৌপ্তির। জি বাংলার ‘চোখের বালি’ (Chokher Bali) ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি।

Shyamoupti Mudly, Shyamoupti Mudly childhood, Shyamoupti Mudly in Chokher Bali

এই সিরিয়ালে ‘সরজু’র (Sorju) চরিত্রে অভিনয় করেছিলেন শ্যামৌপ্তি। খুব ছোট বয়সেই দুর্দান্ত অভিনয় করে সকলকে মুগ্ধ করেছিলেন শ্যামৌপ্তি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘চোখের বালি’ ধারাবাহিকে অভিনয় করা ছোট্ট শ্যামৌপ্তির ছবিই ব্যাপক ভাইরাল হয়েছে।

অনেকেই জানতেন না, খুদে শিল্পী হিসেবে শ্যামৌপ্তির কেরিয়ার শুরু হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই পোস্ট দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। পাশাপাশি নেটিজেনদের একটি বৃহৎ অংশ এও বলছেন, ছোট থেকেই দুর্দান্ত অভিনয় শ্যামৌপ্তির। সরুজু হোক বা গুড্ডি- সবেতেই তিনি সেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥