• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অতি সুন্দরী হওয়ার লোভে ফুলে ঢোল! ‘সেক্সি’ দিশা পাটানির নতুন লুক দেখে হায় হায় করছে ভক্তরা

বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী দিশা পাটানিকে (Disha Patani) নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। মাঝেমধ্যেই নিজের সাহসী ফ্যাশান সেন্স এবং বোল্ড লুকের জন্য আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। বহুবার ট্রোলডও (Troll) হয়েছেন তিনি। তবে দিশার অনুরাগীও রয়েছে প্রচুর। কিন্তু এবার দিশার নতুন লুক দেখে চোখ কপালে উঠেছে সেই ভক্তদেরও!

দিশা এমন একজন অভিনেত্রী যিনি নিজের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যেও একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফের সঙ্গে তাঁর প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে সেই সম্পর্কে ভাঙন ধরেছে বেশ কয়েক মাস হয়ে গেল। শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। সেই সঙ্গেই বদলে ফেলেছেন নিজের লুকও।

   

Disha Patani, Disha Patani trolled

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কয়েকটি ছবি আপলোড করেছেন দিশা। সেই ছবিগুলি দেখেই রীতিমতো আঁতকে উঠেছেন তাঁর ভক্তরা। যে অভিনেত্রীর রূপ- সৌন্দর্য নিয়ে একসময় চর্চা হতো, তাঁর মুখের এ কী দশা হয়েছে! সেই সঙ্গেই ধেয়ে এসেছে নানান কটাক্ষও।

দিশার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর চোখ-মুখ বেশ ফুলে ফিয়েছে। একেবারে নো মেক আপ লুকে (No makeup look) ধরা দিয়েছেন ‘মালাঙ্গ’ অভিনেত্রী। দিশার এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে ট্রোলের বন্যা। কেউ বলছে, ‘দেখে মনে হচ্ছে মুখে মৌমাছি কামড়ে দিয়েছে’। কেউ আবার কটাক্ষ করেছেন সার্জারি নিয়ে।

Disha Patani, Disha Patani trolled, Disha Patani no makeup look

সব মিলিয়ে দিশার এই নতুন লুক এখন নেটপাড়ার গসিপের ‘হট টপিক’। কারোর দাবি, সার্জারি করাতে গিয়ে নিজের আসল সৌন্দর্যটাই নষ্ট করে ফেলেছেন তিনি। কেউ আবার বলছেন, মেক আপ করেননি বলেই এমন দেখাচ্ছে তাঁকে। মেক আপ ছাড়া ছবি শেয়ার করেছেন বলেই নাকি এমন দেখতে লাগছে দিশাকে। বলি অভিনেত্রী অবশ্য এখনও এই বিষয়ে কোনও জবাব দেননি।


কেরিয়ারের নিরিখে যদি বলা হয়, দিশার ঝুলিতে হিটের সংখ্যা খুবই কম। তবুও তাঁকে নিয়ে চর্চা লেগেই থাকে। প্রায়ইশয়ই বোল্ড লুকে ঝড় তুলতে দেখা যায় তাঁকে। তবে এবার নিজের নতুন লুকের জন্য প্রবল সমালোচিত হচ্ছেন এই অভিনেত্রী। দিশার এই ছবি নেটিজেনদের একটি বৃহৎ অংশের যে ভালোলাগেনি, তা কিন্তু বেশ বোঝা যাচ্ছে।

site