• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার দূরত্বেই তরতরিয়ে বাড়ল টিআরপি! বাংলার সেরা কে? রইল গরমের হাই ভোল্টেজ TRP তালিকা

Published on:

Target Rating Point List of Bengali Serial Anurager Chhowa Jagaddhatri Gouri Elo

দেখতে দেখতে কেটে গেল আরও একটা সপ্তাহ, আর আজ সেই দিন যেদিন ষ্টার জলসা (Star Jalsha) বনাম জি বাংলা (Zee Bangla) নিয়ে উত্তেজিত থাকেন আমজনতা। হ্যাঁ ঠিকই ধরেছেন টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) এর কথাই বলছি, আজ টিআরপি ডে। অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) না জগদ্ধাত্রী (Jagaddhatri) নাকি অন্য কেউ, কে হল বাংলার সেরা? সেটা এবার প্রকাশ্যে এসেছে।

মাঝে একটানা সেরার মুকুট উঠছিল ষ্টার জলসার অনুরাগের ছোঁয়ার মাথায়। কিন্তু একঘেয়ে ট্র্যাকের জেরে বিরক্ত হতেই বাজিমাত করে জগদ্ধাত্রী। একবার নয় দু বার টেক্কা দিয়ে বেঙ্গল টপার খেতাব পায় জ্যাস স্যান্নালের কাহিনী। কিন্তু এবার আর হল না, কারণ আবারও TRP তালিকায় নিজের আধিপত্য বজায় করে নিল সূর্য-দীপা।

20th April Bengali Serial Target Rating Point List Jagaddhatri Firsht Anurager Chowa second See complete TRP List

সম্প্রতি এসপ্তার টিআর তালিকা প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, বড়সড় ব্যবধানে আবারও বাংলার সেরা অনুরাগের ছোঁয়া। এবারে ৮.২ পয়েন্ট পেয়েছে সূর্য-দীপার কাহিনী। এর ঠিক পরেই রয়েছে জগদ্ধাত্রী, প্রাপ্ত পয়েন্ট ৭.৯। আর সন্তানের জন্ম দিয়ে গৌরী এলো রয়েছে তৃতীয় স্থানে।

Target Rating Point,TRP List,Anurager Chowa,Jagaddhatri,টার্গেট রেটিং পয়েন্ট,জগদ্ধাত্রী,অনুরাগের ছোঁয়া,টিআরপি,ষ্টার জলসা,জি বাংলা,Star Jalsha,Zee Bangla

এরপর রয়েছে দত্তবাড়ির কাহিনী অর্থাৎ নিম ফুলের মধু। ৭.২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সৃজন-পর্ণা। আর পঞ্চম স্থানে রয়েছে সকলের প্রিয় বাংলা মিডিয়াম। যেটা এসপ্তাহে ৬.২ পয়েন্ট পেয়েছে। এই ছিল সেরা ৫ সিরিয়ালের নাম। চলুন এবার ঝটপট দেখা নেওয়া যাক বাকিদের তালিকা।

টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :

অনুরাগের ছোঁয়া – ৮.২ (প্রথম)
জগদ্ধাত্রী –৭.৯ (দ্বিতীয়)
গৌরী এলো – ৭.৪ (তৃতীয়)

নিম ফুলের মধু – ৭.২
বাংলা মিডিয়াম – ৬.২
রাঙা বউ – ৬.১
এক্কা দোক্কা -৫.৯
পঞ্চমী – ৫.৮
মেয়েবেলা – ৫.৭
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, হরগৌরী পাইস হোটেল – ৫.৫

নতুন টিআরপি তালিকায় কিন্তু বেশ কিছু চমক রয়েছে। একেরপর এক টান টান উত্তেজনার পর্ব দেখালেও সেরা ১০ থেকে ছিটকে গিয়েছে খেলনাবাড়ি। অন্যদিকে বিদায় বেলার সম্মুখীন মিঠাইকে টেক্কা দিচ্ছে কিছুদিন আগে শুরু হওয়া রামপ্রসাদ। তাছাড়া মেয়েবেলা সিরিয়ালের বীথি চরিত্রেও মুখ বদল হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥