• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনেক কষ্ট করেছে মা-বাবা, আমিও পরিশ্রম করব, কেরিয়ার নিয়ে স্পষ্ট জানালেন ‘সূর্য’ দিব্যজ্যোতি

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। নায়ক সূর্যের (Surjya) চরিত্রে তাঁর সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। দিব্যজ্যোতির অভিনয় দেখে কখনও চোখ ভিজেছে দর্শকদের, কখনও আবার রাগ হয়েছে- তবে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে সূর্য চরিত্রের প্রত্যেকটি শেডকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা।

‘অনুরাগের ছোঁয়া’র আগেও দিব্যজ্যোতি বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। নায়কের চরিত্রে তাঁকে আগেও দেখেছেন দর্শকরা। তবে সূর্য চরিত্রের মতো জনপ্রিয়তা তিনি আগে পাননি। ‘অনুরাগের ছোঁয়া’র হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে (Interview) এই অভিনেতার বক্তব্য শুনেই মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে।

   

Dibyojyoti Dutta, Dibyojyoti Dutta interview, Dibyojyoti Dutta parents

খুব কম বয়সেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন দিব্যজ্যোতি। ‘চুনী পান্না’, ‘দেশের মাটি’ সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সেই বাংলা টেলি দুনিয়ার প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হয়ে উঠেছেন পর্দার সূর্য।

সম্প্রতি এক নামী ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন দিব্যজ্যোতি। সেখানে অভিনেতা বলেন, বাস্তব জীবনে তিনি ভীষণ ছটফটে। কোনও জায়গায় এক ভাবে স্থির হয়ে বসে থাকতে পারেন না তিনি। এমনকি শ্যুটিং সেটেও সবাইকে মাতিয়ে রাখেন ইতিবাচক মানসিকতার এই অভিনেতা। কয়েক মাস আগে পা ভেঙে গিয়েছিল অভিনেতার। কিন্তু সেই অবস্থায় বসে বসেও সবাইকে মাতিয়ে রেখেছিলেন তিনি।

Dibyojyoti Dutta, Dibyojyoti Dutta interview, Dibyojyoti Dutta parents, Dibyojyoti Dutta on his parents

তবে সব সময় এত পজিটিভ থাকেন কীভাবে দিব্যজ্যোতি? সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তাঁকে বড় করার জন্য তাঁর মা-বাবা অনেক সংগ্রাম করেছেন। পর্দার সূর্যর কথায়, আসলে সব মা-বাবাই নিজের সন্তানকে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য প্রচুর ত্যাগ করেন। তাঁর বাবা যাতে ভালো থাকে সেই জন্য যেমন তাঁর দাদু অনেক আত্মত্যাগ করেছেন। সেই জন্যই আজ দিব্যজ্যোতির বাবা একজন সফল স্বর্ণ ব্যবসায়ী হতে পেরেছেন।

দিব্যজ্যোতির কথায়, আসলে সবাই চাই তাঁদের আগামী প্রজন্ম যেন আরও বেশি সুখ-স্বাচ্ছন্দ্যে থাকে। সেই চেষ্টা দিব্যজ্যোতিও করেন। এই চেষ্টাই তাঁকে আরও ভালো কাজ করার, পরিশ্রম করার অনুপ্রেরণা জোগায়। অভিনেতা বলেন, আমিও অনেক বড় বড় স্বপ্ন দেখি। তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না। সেই স্বপ্নকে বাস্তবায়িতও করতে হবে। আর সেটা করলেই জীবনে সাফল্য আসবে।

site