• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এগিয়ে চলাই জীবন! খড়িকে ছাড়াই ‘গাঁটছড়া’র ৫০০ পর্ব, সেলিব্রেশনের পর আবেগপ্রবণ অনিন্দ্য

Published on:

Star Jalsha serial Gaatchora completes 500 episodes

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। এখন যেখানে দু-তিন মাসের মধ্যেই অনেক সিরিয়ালের পথচলা থেমে যায়, সেখানেই এই ধারাবাহিক গত প্রায় দু’বছর ধরে দর্শকদের মনোরঞ্জনের রসদ জুগিয়ে আসছে। দর্শকদের ভালোবাসাতেই সম্প্রতি এই সিরিয়ালের ৫০০ পর্বও (500 episodes) সম্পূর্ণ হয়ে গেল।

প্রায় বছর দুয়েক আগে স্টার জলসার পর্দায় পথচলা শুরু হয়েছিল ‘খড়িদ্ধি’র ‘গাঁটছড়া’। তিন ভাই এবং তিন বোনের এই গল্প খুব কম সময়ের মধ্যেই স্থান করে নিয়েছিল দর্শকমনে। এছাড়া দর্শকদের আকর্ষণের আরও একটি কারণ ছিল ‘খড়িদ্ধি’ জুটির রসায়ন। গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের জুটি প্রচণ্ড পছন্দ ছিল তাঁদের।

Gaatchora, Gaatchora 500 episodes

যদিও সম্প্রতি সেই জুটিতে ভাঙন ধরেছে। ‘গাঁটছড়া’ ছিন্ন করে সিরিয়াল ছেড়েছেন খড়ি। নায়িকাকে ছাড়াই এগিয়ে চলছে ধারাবাহিকের গল্প। তবে শোলাঙ্কিকে যে তাঁর সহ-অভিনেতা, অভিনেত্রীরা প্রচণ্ড মিস করছেন তা তাঁদের ইনস্টগ্রাম স্টোরি দেখেই বোঝা যাচ্ছে। এই বিষয়ে পর্দার ঋদ্ধি তথা গৌরবের মত, এগিয়ে চলার নামই তো জীবন।

Gaatchora, Gaatchora 500 episodes

দর্শকদের ভালোবাসায় এগোতে এগোতেই সম্প্রতি ৫০০ পর্বও পার করে ফেলল ‘গাঁটছড়া’। কেক কাটা থেকে শুরু করে জমিয়ে খাওয়াদাওয়া- জমজমাট সেলিব্রেশন (Celebration) হয়েছে সিরিয়ালের সেটে। ৫০০ পর্ব উদযাপনের সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ‘রাহুল’ অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)।


ক্যাপশনে কিছুটা আবেগপ্রবণ হয়েই লিখেছেন, ‘অনেকে এই ফ্রেমে আছে, আবার অনেকে নেই। যেটা আছে সেটা হলো একগাদা ভালোবাসা আর প্রায় আশিটা লোকের টিমওয়ার্ক। ৫০০টা এপিসোড এই বাজারে চাট্টিখানি কথা নয় বস। এভাবেই এগিয়ে চলুক তোমার আমার… আমাদের গাঁটছড়া’।


খড়ির মৃত্যুর পর রাহুলের চরিত্রেও বদল এসেছে। সিরিয়ালে বহুদিন পর্যন্ত খলনায়ক হিসেবেই দেখা গিয়েছে তাঁকে। তবে খড়ির প্রয়াণের পর সিংহরায় পরিবারের হাল ধরেছে রাহুল এবং দ্যুতিই। হিংসা, রাগ নয়, বরং ভালোবাসা দিয়ে সম্পূর্ণ পরিবারকে আগলে রেখেছে তাঁরা। ‘খড়িদ্ধি’র ছেলে আয়ুষ্মানের সঙ্গেও রাহুলের সম্পর্ক দারুণ। খড়ির মৃত্যুর পর এখন মূলত সিংহরায় পরিবারের নতুন প্রজন্মের কাহিনীর ওপরই ফোকাস করা হচ্ছে। এবার দেখা যাক, সিরিয়ালের গল্পে নতুন কী টুইস্ট আনেন নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥