বলিউডের অন্দরে কান পাতলে রেখাকে (Rekha) নিয়ে এখনও নানান অজানা কাহিনী শুনতে পাওয়া যায়। এমনই একটি কাহিনী হল রেখা এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায়য়ের (Biswajit Chatterjee)। বহু বছর আগে ঘটেছিল সেই ঘটনা। রেখা তখন নাবালিকা। তবে সেই বয়সেই তাঁর সঙ্গে প্রসেনজিতের বাবা যা কীর্তি ঘটিয়েছিলেন তা জানলে অবাক হয়ে যাবেন আপনিও। বেশ কয়েক বছর পর এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী নিজে।
বলিউডের অন্দরে এমনিতেই বহু না বলা কথা, অজানা কাহিনী লুকিয়ে থাকে। এর মধ্যে কিছু কাহিনী সত্যি হয়, কিছু আবার হয় নেহাতই গুজব। তবে বিশ্বজিৎ এবং রেখার যে কাহিনীর কথা আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে, তা একেবারেই গুজব নয়। কারণ সেই বিষয়ে মুখ খুলেছিলেন বলি অভিনেত্রী নিজে।
ষাটের দশকে আস্তে আস্তে বলিউডে নিজের রাজ্যপাট বিস্তার করছিলেন বঙ্গ তনয় বিশ্বজিৎ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমায় অভিনয় করছিলেন তিনি। যদিও বুম্বাদার বাবার বেশিরভাগ ছবির প্রযোজক ছিলেন হেমন্ত কুমার। যার পরিচিতি গায়ক হেমন্ত মুখোপাধ্যায় নামেই বেশি। তবে শোনা যায়, সফলতা পাওয়ার সঙ্গেই অত্যধিক আত্মবিশ্বাসীও হয়ে পড়েছিলেন বিশ্বজিৎ।
১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘আনজানা সফর’ (Anjana Safar) ছবিতে এই বঙ্গ তনয়ের সঙ্গে অভিনয় করেছিলেন পঞ্চদশী রেখা। ছবিতে একটি চুম্বন (Kiss) দৃশ্য ছিল। তবে তখনকার দিনে নায়ক-নায়িকা ঘনিষ্ঠভাবে চুম্বন করতেন না। তবে এই ছবির চুম্বন দৃশ্যের শ্যুটিংয়ের সময় পরিচালক রাজা নওয়াথে ‘অ্যাকশন’ বলার পরেই বিশ্বজিৎ জোর করে রেখার ঠোঁটে ঠোঁট রেখা চুম্বন করতে শুরু করেন। শোনা যায়, একটানা ৫ মিনিট চুম্বন করেছিলেন অভিনেতা। এই ঘটনার সময় অভিনেত্রীর কান্না পেয়ে গিয়েছিল। তবে অভিনেতাকে কেউ থামাননি। পরিচালকের ‘কাট’ বলা তো দূর, সেটের বাকি সদস্যরা নাকি হাসাহাসি করছিলেন। অনেকে নাকি সিটিও দিচ্ছিলেন।
এই ঘটনা ঘটে যাওয়ার পর রেখা জানতে পেরেছিলেন, সেদিনের ঘটনার পেছনে পরিচালক রাজা নওয়াথে এবং বিশ্বজিতের প্ল্যানিং ছিল। অভিনেত্রী এই বিষয়ে কিছু জানতেন না। সেই জন্য ভয়ে দু’চোখ বন্ধ করে নেন তিনি। এই ঘটনার কথা রেখার আত্মজীবনীতেও উল্লেখ করা হয়েছে।
পরবর্তীকালে এই বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন বুম্বাদার বাবা বিশ্বজিৎও। তিনি বলেছিলেন, এই ঘটনার সম্পূর্ণ দোষ ছিল পরিচালক রাজার। কারণ তাঁর মনে হয়েছিল, নায়ক যদি আচমকা নায়িকাকে চুম্বন করেন তাহলে সম্পূর্ণ ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। আর সেই কারণেই বাঁধে বিপত্তি।