• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন দেশের নাম! জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন এই ৫ বলিউড তারকা

Updated on:

Aamir Khan to Deepika Padukone, Bollywood stars who were national level athletes

বলিউডে (Bollywood) এমন অনেক তারকা (Stars) রয়েছেন যারা অভিনয়ে আসার আগে ভিন্ন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। কেউ সরকারি চাকরি করতেন, কেউ আবার খেলোয়াড় ছিলেন। অনেকেই জানেন না, বি টাউনের অনেক প্রথম সারির তারকা জাতীয় স্তরের অ্যাথলিটও (National Level Athletes) ছিলেন। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৫ সেলেবের নাম তুলে ধরা হল।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনের নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা তিনি। প্রকাশ একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন। বাবার মতো দীপিকাও বড় ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন। জাতীয় স্তরে ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন তিনি। তবে শেষ অবধি খেলা ছেড়ে অভিনয়কেই বেছে নেন দীপিকা।

Deepika Padukone

আমির খান (Aamir Khan)- ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের নামও তালিকায় রয়েছে। অভিনয়ে আসার আগে ক্রীড়া দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনিও। আমির নিজের রাজ্যের হয়ে টেনিস খেলেছেন। শোনা যায়, বেশ ভালো খেলোয়াড় ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত খেলা ছেড়ে অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন আমির।

Aamir Khan

জন আব্রাহাম (John Abraham)- বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জনের নামও লিস্টে রয়েছে। অনেকেই জানেন, জন ফুটবলের অনেক বড় ভক্ত। ছোটবেলা থেকেই এই খেলাকে ভীষণ ভালোবাসেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ইন্ডিয়া এ দলে স্ট্রাইকার হিসেবে খেলতেন জন।

John Abraham

রণদীপ হুডা (Randeep Hooda)- বলিউড অভিনেতা রণদীপ হুডাও অভিনয়ে আসার আগে ক্রীড়া দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। রণদীপ একজন দুর্দান্ত পোলো খেলোয়াড়। এই খেলায় প্রচুর মেডেলও জিতেছেন তিনি। অনেকেই জানেন না, ‘রয়্যাল রুস্টার্স’ নামে রণদীপের একটি পোলো টিমও রয়েছে।

Randeep Hooda

রাহুল বোস (Rahul Bose)- রাহুল বলিউডের পাশাপাশি টলিউডেরও পরিচিত মুখ। বহু বাংলা ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। অনেকেই জানেন না, এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় রাগবি দলের হয়ে খেলেছেন রাহুল।

Rahul Bose

দীর্ঘ সময় বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এশিয়ান ইউনিয়ন রাগবি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি। ২০০৮ সালে খেলা থেকে অবসর নেন রাহুল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥