প্রতিভা থাকলে সেই ব্যক্তির সফল হওয়া অনিবার্য। পড়াশোনা ছাড়াও বিভিন্নভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। প্রতিভাবান ব্যক্তিদের আয়ের এমনই একটি মাধ্যম হল ইউটিউব (YouTube)। এখানে রোজ ভিডিও পোস্ট করে কোটি কোটি টাকা আয় করেন অনেকে। আজকের প্রতিবেদনে ভারতের ৬ জনপ্রিয় ইউটিউবারের (YouTuber) সম্পত্তির পরিমাণ (Net worth) তুলে ধরা হল, যারা টেক্কা দেন বলিউড সেলেবদের।
কিরণ দত্ত (Kiran Dutta)- বাঙালি ইউটিউবার কিরণ তথা বং গাইয়ের নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। একবার ‘দাদাগিরি’তে খেলতে এসে কিরণ বলেছিলেন, তিনি যে কোনও ইঞ্জিনিয়ারের থেকে ৬-৭ গুণ বেশি টাকা আয় করেন। প্রত্যেক মাসে তিবি প্রায় ১০-১২ লাখ টাকা আয় করেন। কিরণের আয়ের হিসেব শুনে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অবধি ইউটিউব চ্যানেল খোলায় আগ্রহ দেখিয়েছিলেন।
অজেয় নাগর (Ajey Nagar)- দেশের সেরা ইউটিউবারদের নামের তালিকায় ওপরের দিকেই থাকবে অজেয়র নাম। সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচিতি অবশ্য ‘ক্যারিমিনাটি’ নামে। এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ইউটিউবার তিনি। এখন অজেয়র সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা। ইউটিউবে বিজ্ঞাপন থেকে মাসিক ২০ লাখ টাকা উপার্জন করেন তিনি। এছাড়া স্পনসরদের তজেকে ১৫-২৫ লাখ কামান অজেয়। সব মিলিয়ে ‘ক্যারিমিনাটি’র মাসিক আয় প্রায় ৬.০-৭০ লাখ টাকা।
ওয়ান্ডার মুন্না (Wonder Munna)- বাংলার আর এক জনপ্রিয় ইউটিউবার হলেন ওয়ান্ডার মুন্না। তাঁর আসল নাম হল ইন্দ্রাণী বিশ্বাস। ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও প্রচুর অনুরাগী রয়েছে ওয়ান্ডার মুন্নার। এই মুহূর্তে তাঁর মাসিক আয় প্রায় ৮-৯ লাখ টাকা।
প্রাজক্তা কোলি (Prajakta Koli)- সোশ্যাল মিডিয়ায় প্রাজক্তার পরিচিতি ‘মোস্টলিসেন’ নামে। মাত্র দু’বছরের মধ্যে ১৬ কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন তিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাজক্তার মাসিক আয় প্রায় ৪০ লাখ টাকা।
কুশা কপিলা (Kusha Kapila)- ‘সাউথ দিল্লি গার্ল’কে কে না চেনে! সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর নানান ভিডিও ভাইরাল হতে দেখা যায়। কুশার এখনকার সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের প্রথম সারির ইউটিউবারদের মধ্যে একজন হলেন কুশা।
রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)- ভারতের আর এক জনপ্রিয় ইউটিউবার হলেন রণবীর। তালিকার বাকি পাঁচজনের থেকে একটু আলাদা কনটেন্ট তৈরি করেন তিনি।
রণবীর মূলত শরীরচর্চা সংক্রান্ত বিষয়ের ওপর বেশি ফোকাস করেন। এই মুহূর্তে তিনি প্রায় ৫৮ কোটি টাকার মালিক। প্রত্যেক মাসে প্রায় ৩৫ লাখ টাকা আয় করেন তিনি।