• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েকে বাঁচাতে শহীদ মা! কনে সেজে জামাইকে শুটিয়ে লাল করল মিতুল, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

জি বাংলার ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ধারাবাহিকটি নিয়ে দর্শকমহলে চর্চার অন্ত নেই। কোনও না কোনও কারণে ঠিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে এই সিরিয়াল। সিরিয়ালের নায়িকা মিতুলের (Mitul) ‘লেডি সিংঘম’ অবতারও বেশ জনপ্রিয় দর্শকমহলে। পাশাপাশি আবার বেল্ট দিয়ে ভিলেনদের শায়েস্তা করার জন্য মিতুল পেয়েছে ‘বেল্ট কাকি’ তকমাও।

‘খেলনা বাড়ি’র নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকের কাহিনী এখন বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে। ছোট্ট গুগলি (Googly) ইতিমধ্যেই বেশ বড় হয়ে গিয়েছে। কলেজে পড়ে সে। তবে মিতুলের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক বিশেষ ভালো নয়। মিতুল মেয়েকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসলেও, গুগলি এমনটা মনে করে না।

   

Khelnabari Mitul Belt Kaki, Khelna Bari

তবে মেয়ের মনে যাই থাকুক না কেন, মায়ের ভালোবাসা তাই জন্য কিন্তু কমেনি। এবার যেমন মেয়েকে ঠগ বরের হাত থেকে বাঁচাতে মিতুল নিজেই কনের বেশে মণ্ডপে হাজির হবে। ইতিমধ্যেই সিরিয়ালের নতুন প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে সেই দৃশ্য।

Khelna Bari, Khelna Bari promo, Mitul as bride

‘খেলনা বাড়ি’র নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, গুগলিকে কনের সাজে তৈরি করার পর অন্তরা বলছে, ‘বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। চল…’। এরপর গুগলিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। তখনই পিছন থেকে এন্ট্রি নেয় রণ এবং গুগলির হবু স্বামী। রণ গুগলির হবু স্বামীকে বলে, ‘গুগলিকে বোকা বানিয়ে বিয়ে তো করে নিচ্ছ। এবার ওঁকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সম্পত্তিটা লিখিয়ে নিও’।

Khelna Bari, Khelna Bari promo, Mitul as bride

এরপরই দেখা যায়, শুভদৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছে গুগলির স্বামী। কিন্তু কনেকে যখন মুখের সামনে থেকে পান সরাতে বলা হয়, তখন দেখা যায়, কনের বেশে মিতুল বসে রয়েছে। এরপরই ঠগ জামাইয়ের গালে সপাটে থাপ্পড় মেরে অন্তরার দিকে তাকিয়ে মিতুল বলে, ‘আমি বেঁচে থাকতে আমার মেয়ের সর্বনাশ করবে?’একথা শুনেই মুখ শুকিয়ে যায় অন্তরার।

‘খেলনা বাড়ি’র এই প্রোমো ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গেই শুরু হয়েছে হাসিঠাট্টাও। কেউ মিতুলের উদ্দেশে লিখেছেন, ‘তাই বলে নিজে বউ সেজে আসবে!’ কারোর আবার মত, ‘শাশুড়ি জামাইয়ের শুভদৃষ্টি’। সব মিলিয়ে ‘খেলনা বাড়ি’র এই প্রোমো যে দর্শকমহলে বেশ হিট তা কিন্তু বোঝাই যাচ্ছে।

site