বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন অভিনেতা হলেন প্রতীক সেন (Pratik Sen)। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘এক্কাদোকা’য় (Ekka Dokka) ডঃ অনির্বাণ গুহর (Anirban Guha) চরিত্রে। আজ অর্থাৎ ৬ মে এই অভিনেতার জন্মদিন।
প্রসঙ্গত শুরুটা সিনেমা দিয়ে হলেও ছোট পর্দায় এসেই কিন্তু তুমুল জনপ্রিয়তা পেয়েছেন প্রতীক। বাংলা সিরিয়ালের অনুরাগীদের কাছে তিনি কোন সুপারস্টারের চেয়ে কম নন। দীর্ঘ ১৫ বছরের অভিনয় জীবনে অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক অভিজ্ঞতা।
এদিন জন্মদিন উপলক্ষে আনন্দবাজার অনলাইনে সাথে বিশেষ আড্ডায় বসে ছিলেন পর্দার ডক্টর গুহ। সেখানে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল জীবনে অভিনেতা হওয়ার যে লক্ষ্যে তিনি কেরিয়ার শুরু করেছিলেন সেই লক্ষ্যে কি তিনি পৌঁছেছেন? জবাবে অভিনেতা বলেছেন ‘কিছুটা হয়তো পেরেছি। তবে তেমন কোনও তৈরি করা লক্ষ্য নিয়ে কেরিয়ার শুরু করিনি। মানুষের যে নিঃস্বার্থ ভালবাসা পাচ্ছি, এতটা আমি সত্যিই আশা করিনি। তবে এখনও অনেকটা পথ চলা বাকি। আর ভালর তো কোনও শেষ নেই’।
প্রসঙ্গত সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করে সিরিয়ালে আসায় শুরুর দিকে অনেকে নাকি তাঁকে নাক কুঁচকে বলেছিলেন ‘তুই সিরিয়ালে অভিনয় করবি!’ প্রতীকের কথায় ‘বড় পর্দা ছেড়ে ছোট পর্দায় অভিনয় করাকে অনেকেই পদাবনতি বলেই মনে করেন। তবে আমার ধারণা, সাফল্য বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। কেউ মুদির দোকান চালিয়েও সফল হতে পারে। কেউ আবার প্রচুর পড়াশোনা করেও সাফল্য পায় না’।
ইন্ডাস্ট্রিতে মাঝেমধ্যেই কানাঘুষে শোনা যায় পর্দার ডক্টর অনির্বাণ গুহ কিংবা শঙ্খ স্যারের মতো বাস্তবেও নাকি বেশ কিছুটা গুরুগম্ভীর স্বভাবের প্রতীক। কথা কত টা ঠিক তা জানতে চাওয়া হলে এদিন অভিনেতা তিনি মনে করতেন চুপচাপ থাকেন বলেই হয়তো সবাই তাঁকে ভুল বোঝেন। কিন্তু অভিনেতার মা তাঁকে বলেছিলেন লম্বা-চওড়া চেহারার জন্য নাকি অনেকে ভুল ভাবেন তাঁকে।
এরপর কথায় কথায় ওঠে প্রেমের প্রসঙ্গ। সোজাসাপ্টা জবাবে প্রতীক জানান ‘আমি আদ্যোপান্ত সিঙ্গল। বানিয়ে কোনও কথা বলি না। আমি সোজা কথা বলি’। এরপরেই জীবনের না হওয়া প্রেমের কথা জানিয়ে প্রতীক বলেন হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাঁকে তিনি মনের কথাও বলেছেন। কিন্তু সে বিশ্বাসই করেনি প্রতীক সিঙ্গেল। আবার এমনও হয়েছে কাওকে ভালোবাসার কথা বলে তিনি ভেবেছেন নায়ক বিবাহিত। তাই প্রতীকের আফসোস ‘এই জন্যই প্রেম হচ্ছে না আমার। বুঝছি, নায়করা প্রেমের প্রস্তাব দিলে কেউ সিরিয়াসলি নেয় না।’