গত মাসেই বলিউডের নামী অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ (Ileana D’Cruz) জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। যদিও তাঁর সন্তানের পিতা কে তা জানাননি অভিনেত্রী। এরপর থেকেই নেটিজেনদের একাংশের প্রশ্ন বাণে বিদ্ধ হতে হচ্ছে তাঁকে। গর্ভের সন্তানের বাবা কে? লাগাতার এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। এরপরই অভিনেত্রী জানালেন, তাঁর রাতের ঘুম উড়ে গিয়েছে শারীরিক অস্বস্তি হচ্ছে।
কয়েকদিন আগেই বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ইলিয়ানা। সেখানে দেখা যাচ্ছিল, নায়িকার হাতে রয়েছে কফি মগ এবং তাঁর কাছেই রয়েছে তাঁর পোষ্য। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘সাম্প্রতিক অতীতে জীবন…’। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘আ বিউটিফুল মর্নিং’ গানটি। বলি সুন্দরী গর্ভাবস্থার (Pregnancy) প্রতিটি মুহূর্ত যে চুটিয়ে উপভোগ করছেন তা তাঁর ভিডিও দেখেই স্পষ্ট।
তবে একজন গর্ভবতী মাকে এই সময় নানান পরিস্থিতির সম্মুখীন হতে হয়। নানান ধাপ পেরোতে হয় তাঁকে। ইলিয়ানাকেও পেরোতে হচ্ছে। সম্প্রতি যেমন ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বলি নায়িকা জানিয়েছেন, তিনি রাতে ঘুমোতে পারছেন না।
‘ম্যায় তেরা হিরো’ নায়িকা লিখেছেন, যখনই তিনি ঘুমের চেষ্টা করছেন, তখনই তাঁর পেটের ভেতর ‘ডান্স পার্টি’ শুরু হয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই হাজার চেষ্টা করেও ঘুমোতে পারছেন না তিনি। গর্ভবস্থার এই অনুভূতির কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলি সুন্দরী।
কয়েক বছর আগে অবধিও ইলিয়ানা অস্ট্রেলিয়া নিবাসী অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন। বহুবার তাঁকে ‘স্বামী’ও বলেছেন অভিনেত্রী। তবে ২০১৯ সালে ফাটল ধরে তাঁদের সম্পর্কে। বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। এরপর থেকে নিজের ব্যক্তিগত জীবন পর্দার আড়ালেই রেখেছেন বলিউড অভিনেত্রী।
সাম্প্রতিক অতীতে ইলিয়ানার নাম জড়িয়েছিল ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে। শোনা গিয়েছিল, সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। বি টাউনের এই চর্চিত জুটিকে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল। ইলিয়ানার গর্ভের সন্তানের পিতা ক্যাটে ভাই কিনা সেই নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেত্রী এই কিন্তু এই বিষয়ে মুখে কুলুপ এঁটেই রেখেছেন।