• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২ মাস সিগন্যাল দিলেও পাত্তা দেয়নি! কারিনার প্রথম ক্রাশ ছিলেন এই হ্যান্ডসাম বলি অভিনেতা

Published on:

When Kareena Kapoor Khan revealed she chased Shahid Kapoor for 2 months

বলিউড সুন্দরী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এখন দুই সন্তানের মা। স্বামী-সন্তান নিয়ে এখন সুখের সংসার তাঁর। তবে অভিনেত্রীর বিয়ের আগে তাঁর প্রেমে পাগল ছিলেন অনেকেই। বহু বলিউড (Bollywood) অভিনেতা তাঁর সঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখতেন। তবে করিনা একজনকেই মনে প্রাণে ভালোবেসেছিলেন। প্রথম দেখাতেই তাঁকে মন হারিয়েছিলেন। সেই ব্যক্তি আর কেউ নন, বরং বলি অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor)।

করিনা এবং শাহিদ যে একসময় সম্পর্কে ছিলেন তা কারোর অজানা নয়। নিজেদের প্রেম নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা। শোনা যেত, করিনা এবং শাহিদ বিয়ের কথাও ভাবছিলেন। কিন্তু হঠাৎই তাঁদের ব্রেক আপ হয়ে যায়। তাঁর বিচ্ছেদের পিছনে কাদের হাত ছিল জানলে চমকে যাবেন আপনিও।

Kareena Kapoor Khan and Shahid Kapoor in Jab We Met

বেশ কয়েক বছর আগে করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এ গিয়ে শাহিদের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন করিনা। সেখানে বেবো সাফ বলেছিলেন, তিনিই নাকি প্রথম শাহিদের প্রেমে পড়েন। শুরুর দিকে অভিনেতা নাকি তাঁকে পাত্তাও দিতেন না।

শাহিদের ভূয়সী প্রশংসা করে করিনা বলেছিলেন, ‘আমার জীবনে ওঁর অত্যন্ত বিশেষ ভূমিকা রয়েছে। ও আমার মুখে হাসি ফোটায়, সেটা দেখতেই পাচ্ছো। আমার চোখ জ্বলজ্বল করছে ওঁর নাম শুনে। ও সত্যিই আমার জীবনের একজন বিশেষ মানুষ’।

Shahid Kapoor and Kareena Kapoor, Kareena Kapoor chased Shahid Kapoor

এরপরই করিনা জানান কীভাবে তাঁদের প্রেমপর্ব শুরু হয়েছিল। অভিনেত্রী বলেন, ‘ও শুরুর দিকে পাত্তা দিতো না। প্রথম দু’মাস আমি ওঁর পিছু নিয়েছিলাম। আমিই প্রথম মেসেজ, ফোন করা শুরু করি, দেখা করার কথা বলি। ও খুব লাজুক প্রকৃতির ছিল। তবে দেখা হওয়ার পর অবশেষে সবটা শুরু হয়। তবে আমাদের সম্পর্ক শুরু করেছিলাম আমিই’।

শোনা যায়, ‘ইশক ভিশক’এর সেটে শাহিদকে প্রথম দেখেই ক্লিন বোল্ড হয়ে গিয়েছিলেন করিনা। অভিনেতার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে দিয়েছিলেন তিনি। শাহিদ শুরুর দিকে পাত্তা না দিলেও পরে তিনিও করিনার প্রেমে পড়ে যান। তবে তাঁদের সম্পর্ক বেশিদিন টেকেনি। শোনা যায়, শাহিদ-করিনার ব্রেক আপের নেপথ্যে অভিনেত্রীর মা ববিতার হাত ছিল। জামাই হিসেবে তাঁর নাকি শাহিদকে পছন্দ ছিল না।

শাহিদের সঙ্গে ব্রেক আপের পর অভিনেতা সইফ আলি খানের প্রেমে পড়েন করিনা। এরপর তাঁকেই বিয়ে করেন অভিনেত্রী। অপরদিকে শাহিদ প্রেম নয়, বরং বাড়ির ঠিক করা মেয়েকে বিয়ে করেছেন। অ্যারেঞ্জড ম্যারেজ হলেও স্ত্রী মীরা কাপুরের সঙ্গে অভিনেতার রসায়ন দেখার মতো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥