• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘লোকে ভাবত আমরা বিয়ে করব’, ১৫ বছর পর এক হয়ে ভুল ভাঙালেন মনামী-পরমব্রত!

Published on:

Parambrata Chattopadhyay Monami Ghosh together after 15 years for Ad Shoot

বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক মুখ হলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। যদিও শুধুমাত্র টলিউডেই (Tollywood) নয়, বলিউডেও চুটিয়ে কাজ করছেন তিনি। ইতিমধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখদের মধ্যে একজন হয়ে উঠেছেন এই বঙ্গ তনয়। একের পর এক প্রোজেক্টে কাজ করে চলেছেন তিনি। এবার সেই অভিনেতাই ফিরে গেলেন অতীতের দিনে।

টলিউডে এমন অনেক শিল্পী রয়েছেন যাদের কেরিয়ার শুরু হয়েছিল ছোটপর্দার হাত ধরে। সেই লিস্টে নাম রয়েছে পরমব্রত, মনামী ঘোষের (Monami Ghosh) মতো সেলেবদের। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় দু’দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এই দুই তারকা। তবে তাঁদের বয়স যেন সেই ২০ বছর আগেই আটকে রয়েছে।

Parambrata Chatterjee and Monami Ghosh

কেরিয়ারের শুরুতে একসঙ্গে বেশ কিছু প্রোজেক্টে কাজ করেছিলেন পরমব্রত এবং মনামী। মাঝখানে কেটে গিয়েছে দীর্ঘ ১৫ বছর। প্রায় দেড় দশকের অপেক্ষা শেষে ফের একসঙ্গে জুটি বেঁধেছেন এই দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন অভিনেতা নিজেই। সেই সঙ্গেই ডুব দিয়েছেন অতীতের দিনগুলিতে।

একটি জাতীয় স্তরের বিজ্ঞাপনের (Advertisement) জন্য জুটি বেঁধেছেন পরম এবং মনামী। সেই বিজ্ঞাপনের সময়ই অভিনেত্রীর সঙ্গে তোলা দু’টি ছবি শেয়ার করে পরম লিখেছেন, ‘অনেক দিন পর… যেন ছোটবেলা ফিরে এলো…। কেরিয়ারের শুরুতে টেলিভিশনে কাজ করার সময় মনামী এবং আমি একসঙ্গে প্রচুর কাজ করেছি। অনেকে সত্যিই ভাবতেন আমরা হয়তো বিয়ে করবো। আজ একটি জাতীয় স্তরের বিজ্ঞাপনে ফের একসঙ্গে আমরা কাজ করছি। দীর্ঘ ১৫ বছর পর। কী আনন্দ হচ্ছে!’

Parambrata Chatterjee and Monami Ghosh

পরমব্রতর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হালকা নীল রঙের টি-শার্ট এবং ক্রিম রঙা একটি প্যান্ট পরে রয়েছেন তিনি। অপরদিকে মনামীর পরনে রয়েছে অফ হোয়াইট রঙের প্যান্ট এবং কমলা রঙের টপ। দীর্ঘদিন পর টলিপাড়ার এই হিট জুটিকে এক ফ্রেমে দেখে নস্ট্যালজিক হয়ে পড়েছে নেটিজেনরাও।


‘একদিন প্রতিদিন’, ‘প্রতীক্ষা একটু ভালোবাসার’, ‘এক আকাশের নীচে’, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে পরমব্রত-মনামী জুটিকে দেখেছেন দর্শকরা। এছাড়া ‘দেবদাস’ টেলিফিল্মেও জুটি বেঁধেছিলেন দু’জনে। এরপর আস্তে আস্তে দু’জনেই নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মাঝখানে প্রায় দেড় দশক একসঙ্গে কাজ করেননি দুই তারকা। অবশেষে ফের একসঙ্গে পর্দায় ধরা দেবেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥