• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের দৌলতেই পেয়েছেন দেবীর আসন, ভগবানের মত মন্দিরে পূজিত হন এই ৫ দক্ষিণী অভিনেত্রী

দক্ষিণ ভারতে অভিনেতা-অভিনেত্রীদের (South Indian actress) ভগবানের মতো পুজো করেন অনুরাগীরা। প্রিয় তারকার ছবি রিলিজের দিনটা তাঁদের কাছে উৎসবের থেকে কোনও অংশে কম হয় না। রাস্তায় নেমে ধুমধাম করা এই দিনটি উদযাপন করে থাকেন তাঁরা। তবে আপনি কি জানেন, দক্ষিণ ভারতের একাধিক তারকার নামে মন্দিরও (Temple) রয়েছে। রোজ দেবতার মতো তাঁদের পুজো করা হয় সেখানে। আজকের প্রতিবেদনে সাউথের এমন কয়েকজন নায়িকার নাম তুলে ধরা হল যাদের ঈশ্বরের মতো পুজো করেন ভক্তরা।

কাজল আগরওয়াল (Kajal Aggarwal)- দক্ষিণের এই নামী অভিনেত্রী বলিউডেরও পরিচিত মুখ। অজয় দেবগণের সঙ্গে ‘সিংঘম’ ছবিতে অভিনয় করেছিলেন কাজল। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কাজলের নামে একটি মন্দির রয়েছে।

   

Kajal Aggarwal, Kajal Aggarwal temple

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- ‘ও আন্থাভা গার্ল’ নামে খ্যাত সামান্থার নামও এই তালিকায় রয়েছে। দক্ষিণ ভারতে সামান্থার ক্রেজ দেখার মতো। অগণিত অনুরাগী রয়েছে তাঁর। সম্প্রতি এই দক্ষিণী সুন্দরীর নামেই একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে।

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu temple

হংসিকা মোতওয়ানি (Hansika Motwani)- ঋত্বিক রোশন অভিনীত ‘কোই মিল গয়া’ ছবিতে শিশু শিল্পী হিসেবে নজর কেড়েছিলেন হংসিকা। এখন তিনি দক্ষিণ ভারতের নামী অভিনেত্রী। এই হংসিকার নামেই মাদুরাইয়ে একটি মন্দির রয়েছে।

Hansika Motwani, Hansika Motwani Temple

নাগমা (Nagma)- শুধুমাত্র দক্ষিণ ভারতেরই নয়, বলিউডেরও পরিচিত মুখ হলেন নাগমা। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। এই নাগমার নামে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় মন্দির স্থাপিত হয়েছে।

Nagma, Nagma temple

নিধি আগরওয়াল (Nidhi Agarwal)- সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা নিধির নামও লিস্টে রয়েছে। এই নায়িকার ভক্তরা চেন্নাইয়ে তাঁর নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেখানে দক্ষিণী সুন্দরীর একটি বিরাট মূর্তিও রয়েছে।

Nidhi Agarwal, Nidhi Agarwal temple

নয়নতারা (Nayanthara)- দক্ষিণী সুন্দরী নয়নতারা শীঘ্রই শাহরুখ খানের ‘জওয়ান’এর মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। সাউথের ‘লেডি সুপারস্টার’ নামে খ্যাত এই অভিনেত্রী এবার বলিউডে নিজের রাজ্যপাট বিস্তার করতে চলেছেন।

Nayanthara, Nayanthara temple

২০১৪ সালে নয়নতারার অনুরাগীরা ঠিক করেছিলেন তাঁকে সম্মান জানানোর জন্য তাঁর নামে একটি মন্দির প্রতিষ্ঠা করবে। কিন্তু অভিনেত্রী এই বিষয়ে জানার পর তাঁদের অনুরোধ করেন যেন তাঁরা একাজ না করেন।

site