আইপিএল এর মরশুমেও একের পর এক টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে চলেছে জি বাংলার (Zee Bangla) ফার্স্ট গার্ল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। সিরিয়ালটির নিয়মিত দর্শকদের কাছে পর্দার জ্যাস ওরফে জগদ্ধাত্রী হয়ে উঠেছে বাংলা সিরিয়ালের ‘মর্দানি’। সাংসারিক কুট কাচালি কিংবা পরকীয়ার বাইরে একেবারে ভিন্ন স্বাদের এই ধারাবাহিকটি তাই বরাবরই দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের।
তাই নায়ক-নায়িকা জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ ছাড়াও এই সিরিয়ালে রয়েছেন দর্শকদের পছন্দের একাধিক চরিত্র। সম্প্রতি এই সিরিয়ালের এমনই এক জনপ্রিয় পার্শ্ব চরিত্র হয়ে উঠেছে লিলিপুট। ধারাবাহিকে সম্প্রতি এক উঠতি ক্রিকেটারের মৃত্যু ঘিরে যে ট্র্যাক চলছে তারই গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই লিলিপুট।
পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন আকাশ ঘোষ। স্টার জলসার মা সিরিয়ালের হাত ধরেই প্রথম অভিনয়ের জগতে হাতেখড়ি হয়েছিল তার। একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি তাকে দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চি দা’ ছবিতে। এই সিনেমায় ভিঞ্চিদার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সব মিলিয়ে দেখতে দেখতে নয়,নয় করে এই পেশায় ১৭ বছর কাটিয়ে দিয়েছেন আকাশ। তারপরেও লম্বা এই সফরে আজ পর্যন্ত সেভাবে কোন প্রধান চরিত্রে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি এর কারণ জানতেই টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সাথে।
জবাবে তিনি জানিয়েছেন ‘চরিত্রের দৈর্ঘ্যটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। অল্প সময়ের জন্য এসেও যদি ছাপ রেখে যেতে পারি সেটাই আমার অনেক বড় পাওনা। ‘ভিঞ্চিদা’তে ভিঞ্চিদার ছোট বেলার চরিত্রে সৃজিত মুখোপাধ্যায় আমাকে বেছে নিয়েছিলেন। তা ছাড়াও অনেক গুণী মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ‘
এছাড়া জগদ্ধাত্রীতে লিলিপুটের চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে জানতে চাওয়া হলে অভিনেতা জানান ‘এর আগে আমি পজিটিভ নেগেটিভ দুই ধরনের চরিত্রই করেছি। তবে তুলনামূলকভাবে নেগেটিভ চরিত্র বেশি করেছি। কিন্তু এত রকমের নেগেটিভ চরিত্র করার পরেও এই চরিত্রটা একেবারে সবার থেকে আলাদা কারণ শুধু নেগেটিভ না এই চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে রহস্য’।