• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০ কোটি বাজেটের ছবিই বলিউডের ধ্বংসের কারণ! ইন্ডাস্ট্রির ব্যর্থতা নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

Published on:

nawazuddin-siddiqui-says-big-budget-movies-are-causing-more-damage-to-bollywood

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে একজন হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। তিনি যেমন গুরুগম্ভীর চরিত্রে দারুণ অভিনয় করেন, তেমনই কমেডি চরিত্রেও। নিজের অভিনয়ের মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন তিনি। তবে এবার এই অভিনেতাই বলিউডের ব্যর্থতা নিয়ে বোমা ফাটালেন।

কোভিড-পরবর্তী সময়ে হাতেগোনা কয়েকটি হিন্দি ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। চলতি বছর শাহরুখ খানের ‘পাঠান’ ছাড়া আর কোনও হিন্দি সিনেমা (Films) লাভের মুখ দেখেনি। অনেকে বলছেন, দর্শকরা এখন হলবিমুখ হয়ে পড়েছেন। সিনেমাহলে বসে সিনেমা দেখার পরিবর্তে তাঁরা এখন বাড়িতে বসে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চাইছেন। আর সেই কারণেই মুখ থুবড়ে পড়ছে সিনেমাগুলি। যদিও এই তত্ত্ব মানতে নারাজ নওয়াজ।

Nawazuddin Siddiqui, Nawazuddin Siddiqui on Bollywood, Nawazuddin Siddiqui on big budget Bollywood movies

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন ‘সেক্রেড গেমস’ অভিনেতা। সেখানে তিনি সাফ বলেন, ‘ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ক্ষতি বড় বাজেটের সিনেমাগুলিই করছে। মাঝেমধ্যে এমন বিগ বাজেট সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করে। কিন্তু বেশিরভাগ সময়, প্রায় ৯৭% ছবিই ফ্লপ হচ্ছে। আর এই ৯৭% ছবিই কিন্তু বিগ বাজেট সিনেমা। আর এই ছবিগুলির জন্যই ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে’।

নওয়াজের কথায়, ‘এই ধরণের সিনেমায় কোনও কাহিনী থাকে না। কোনও দুর্দান্ত পারফরম্যান্স থাকে না। শুধুমাত্র ছবিতে ৫টা গান থাকে, যেগুলি বড় কোরিওগ্রাফারদের দিয়ে কোরিওগ্রাফি করানো হয়। আর যদি অ্যাকশন থাকে তাহলে তা অ্যাকশন ডিজাইনার করে থাকেন। এখানে পরিচালক এবং অভিনেতা নিজে কী করছেন?’

Nawazuddin Siddiqui, Nawazuddin Siddiqui on Bollywood, Nawazuddin Siddiqui on big budget Bollywood movies

এরপর বিস্ফোরক দাবি করে নওয়াজ বলেন, ’১০-১৫ জন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে ৬০-১০০ কোটি বাজেটের সিনেমা বানানো হয়। কিন্তু দর্শক তা দেখতে চায় না। এই সমস্ত সিনেমার মধ্যে কিচ্ছু থাকে না। আর সেই জন্যই ফ্লপ হয়। কিন্তু তা সত্ত্বেও নির্মাতারা একজন ভালো অভিনেতাকে কাস্ট করে ৫০ কোটি বাজেটের সিনেমা বানাতে চায় না। অভিনেতা দু’ধরণের হয়, দর্শকদের অভিনেতা এবং ইন্ডাস্ট্রির অভিনেতা। ইন্ডাস্ট্রির অভিনেতাদের বারবার ফিরিয়ে আনা হয়, কিন্তু দর্শক তাঁদের পছন্দ করে না। কিন্তু যারা দর্শকদের অভিনেতা তাঁদের দর্শক অবধি পৌঁছতেই দেওয়া হয় না’।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসের শেষের দিকে বলিউড সুপারস্টার সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রেক্ষাগৃহে রিলিজ করেছেন। মেগা বাজেট, মাল্টিস্টারার এই সিনেমা বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। নওয়াজ নিজের সাক্ষাৎকারে কোনও সিনেমা কিংবা অভিনেতার নাম নেননি। তবে মেগা বাজেট, মাল্টিস্টারার বলে তিনি কি সলমনের ছবিকেই নিশানা করেছেন কিনা সেই প্রশ্ন ঘুরছে অনেকের মনেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥