‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) সাথে সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) প্রেমের গুঞ্জনে এখন কান পাতা দায় স্টুডিওপাড়ায়। আজ অবধি নিজে মুখে এই সম্পর্কের কথা স্বীকার করেননি আদৃত কৌশাম্বি কেউই। আর এটাই যেন ইদানিং যত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মিঠাই সিরিয়ালের ভক্তদের একাংশের কাছে।
প্রসঙ্গত আপডেট কৌশাম্বীর সাথে আদৃতের প্রেমে পড়ার খবর চাউর হওয়ার পর থেকে কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে মিঠাই ভক্তরা। ১ মে ছুটির দিনে প্রেমিকার সাথে অবসর সময় কাটাতে শহরের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন আদৃত কৌশাম্বী। তবে একসাথে কোনো ছবি না দিলেও একই জায়গা থেকে দুজনে আলাদা আলাদা ছবি পোস্ট করা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত ইতিপুর্বে আদৃত-কৌশাম্বীর ছবি নিয়ে অনেকে অনেক কথা বললেও এতদিন কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি পর্দার উচ্ছেবাবুকে। তবে দিন সহ্যের বাঁধ ভেঙে যায় অভিনেতার। এদিন আদৃতের পোস্টের কমেন্ট সেকশনে একজন অনুরাগী কৌশাম্বীকে জড়িয়ে কুরুচিকর মন্তব্য করতেই আর চুপ থাকেননি আদৃত।
এদিন আদৃত আর তাঁর অনস্ক্রিন দিদিয়াকে ঠেস দিয়ে কমেন্ট সেকশনে এক নেটিজেন লিখেছিলেন ‘আদৃত এবং কাক (কৌশাম্বি)-এর জন্য মিঠাই সিরিয়ালের খারাপ হাল। জি বাংলা দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করলে খুশি হব’। এর মন্তব্যের কড়া জবাব দিয়ে পাল্টা আদৃত লিখেছিলেন ‘ ‘আহা নির্বোধ! শুধু জি কেন? কলকাতা শবর এবং বাংলাদেশের যত্ত প্রোডাকশন হাউজ আছে সবাইকে ট্যাগ করো এবং বলো আমাকে বার করতে। ঘাড় ধরাটা সম্ভব নয় কারণ কনট্র্যাক্ট ক্লজে লেখা থাকে ফিজিক্যাল হওয়াটা বেআইনি। কিন্তু আট থেকে আশি, আমার দর্শক আমাকে এতটাই ভালোবাসে যে আমি যেভাবেই হোক পর্দায় আসতে থাকব শুধুমাত্র তাদের জন্য!’
যদিও ওই নেটিজেন কমেন্ট ডিলিট করে দেওয়ায় পরে আদৃতের কমেন্টও ডিলিট হয়ে যায়। এতেই রে রে করে তেড়ে এসে কমেন্ট ডিলিট করার জন্য আদৃতকে ‘ডাউন টু আর্থ ইগোলেস অ্যাক্টর’ বলে কটাক্ষ করেন এক নেটিজেন। সেইসাথে অদৃতের বাঙালিয়ানা নিয়ে আর এক প্রস্থ কথা শুনিয়ে তিনি লিখেছেন ‘দর্শকদের দুষে আবার ফ্যানেদের বরাই করা?’
তার জবাবে বেশ রসিকতা করে আদৃতের জবাব ‘মাসি মা নিজের বাঙালিয়ানা আপনার মতো কিছু মানুষের কাছে প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আর আমাকে যারা ভালোবাসেন তাঁরা ইতিমধ্যেই স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন। সেগুলো দেখে নিজেকে একটু এডুকেট করুন মাসিমা। অন্তত এই ‘ডাউন টু আর্থ ইগোলেস অ্যাক্টর’ নিজের ভ্য়ারিফায়েড পেজ থেকে রিপ্লাই করার ধক তো আছে। ভালো থাকবেন মাসিমা আর মাথায় রাখবেন ‘Superficial Knowledge can be very harmful’ (‘অল্পবিদ্যা ভয়ঙ্করী’)। যাহ, আবার ইংরাজিতে লিখে ফেললাম, আমার বাঙালিয়ানা ৫% কমে গেল বলুন’।