• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসামান্য প্রতিভা সত্ত্বেও মেলেনি যোগ্য সন্মান, চাকরি ছেড়ে অভিনয় বেছে নিয়েছিলেন রবি ঘোষ

সিনেমাপ্রেমীদের আবেগের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে রয়েছেন বাংলা সিনেমার (Bengali Cinema) এমনই একজন সম্পদ হলেন কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ (Rabi Ghosh)। যাঁকে না পেলে হয়তো গোটা বাংলা সিনেমা জগতের বৃত্তটাই হয়তো অসম্পূর্ণ থেকে যেত। তখনকার সময়ে দাঁড়িয়ে  একজন কৌতুক অভিনেতা হিসাবে তার সেন্স অফ হিউমার সবথেকে বড় কথা সংলাপ বলার ক্ষেত্রে টাইমিং আজও মুগ্ধ করে সিনেমা বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত গোটা বাংলা তাঁকে রবি ঘোষ নামে চিনলেও আসলে তাঁর পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। একটানা চার দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়ের মধ্যে দিয়েই দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। তাঁর সেই অভিনয়ের মণি মাণিক্যে সমৃদ্ধ হয়েছে গোটা বাংলা সিনেমা জগত।

   

Rabi Ghosh,Rabi Ghosh Life Story,কিংবদন্তি অভিনেতা,রবি ঘোষ,রবি ঘোষের জীবনী,টলিউড,Tollywood

দীর্ঘদিনের অভিনয় জীবনে কাজ করেছেন বহু গুণী শিল্পীদের সাথে। বিশেষ করে বাংলার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমায় তাঁর অভিনীত বাঘা বাইনের চরিত্রটি আজও চোখে লেগে রয়েছে বাংলা সিনেমা প্রেমীদের। এটি রবি ঘোষ অভিনীত আইকনিক চরিত্রগুলির মধ্যে অন্যতম। তাই  আজও জোখ টিভির পর্দায় এই পুরনো সিনেমাটি দেখানো হয় তখন কিছুক্ষণের জন্য হলেও থমকে তাঁকান সকলেই।

Rabi Ghosh,Rabi Ghosh Life Story,কিংবদন্তি অভিনেতা,রবি ঘোষ,রবি ঘোষের জীবনী,টলিউড,Tollywood

এটি এমন একটি সিনেমা যা টিভির পর্দায় দেখতে বসলেই সকলের মনের মাঝে ভীড় করে আসে পুরনো নস্টালজিয়া। প্রসঙ্গত রবি ঘোষ অভিনীত জনপ্রিয় সিনেমার কথা বলতে বসলে তালিকা শেষ হবে না ঠিকই, তবুও যেগুলির কথা বলতেই হয় তার মধ্যে অন্যতম ‘গুপী গাইন, বাঘা বাইন’ তো আছেই সেই সাথে রয়েছে গল্প তবে এমন খ্যাতনামা এই শিল্পীর এমন কিছু সিনেমা আছে যেগুলির কথা একেবারে না বললেই নয়।

Rabi Ghosh,Rabi Ghosh Life Story,কিংবদন্তি অভিনেতা,রবি ঘোষ,রবি ঘোষের জীবনী,টলিউড,Tollywood

এই তালিকায় রয়েছে ‘মহাপুরুষ’,’গুপী গাইন, বাঘা বাইন’.’গল্প হলেও সত্যি’,’অরণ্যের দিনরাত্রি’,’হীরকরাজার দেশে’র মত একাধিক জনপ্রিয় বাংলা সিনেমা। তবে অনেকেই হয়তো জানেন না অভিনয়ে আসার আগে কিন্তু তিনি আদালতে একটি ভালো পোস্টের চাকরি করতেন। কিন্তু দুঃখের বিষয় এটাই যে অভিনয়ের টানে সমস্ত কিছু তুচ্ছ করে তিনি এই পেশায় এসেছিলেন জীবদ্দশায় তাঁর যোগ্য সম্মান পাননি তিনি।

Rabi Ghosh,Rabi Ghosh Life Story,কিংবদন্তি অভিনেতা,রবি ঘোষ,রবি ঘোষের জীবনী,টলিউড,Tollywood

তবে সিনেমা জগৎকে সবসময় নিজের সবটুকু উজাড় করে দিয়ে গিয়েছেন তিনি। আসলে তিনি সবসময় বিশ্বাস করতেন ‘ দ্য শো মাস্ট গো অন’! আর তাই মায়ের দেহ দান করেও শুটিং ফ্লোরে এসেছিলেন তিনি। তবে জানা যায় অভিনয়ের পাশাপাশি রবি ঘোষের ছিল আরো একটি বিশেষ শখ। এমন কি এই শখের জন্যই নাকি প্রথম জীবনে তিনি অভিনেতা হতে চাইনি, বডি বিল্ডার হওয়াই ছিল তার জীবনের স্বপ্ন। তাই  তখনকার সময় তিনি মর্নিংওয়াকের পাশাপাশি বাড়িতেই শরীরচর্চা করে ফিট রাখতেন নিজেকে।

site