• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যোগাসন দেখে নোংরা মন্তব্যের ঝড়! পাল্টা জবাবে ধুয়ে দিলেন পর্দার ‘জুন আন্টি’ উষসী

Published on:

Tollywood actress Ushasie Chakraborty trolled for her Yoga photo

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যোগাসনের (Yoga) ছবি শেয়ার করেছিলেন টলিউডের (Tollywood) নামী অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। কিন্তু সেই ছবি শেয়ার করার পরেই তাঁর দিকে ধেয়ে আসতে থাকে একের পর এক অশ্লীল মন্তব্য। সোশ্যাল মিডিয়ার এই যুগে তারকাদের ট্রোল (Trolled) করা কোনও নতুন বিষয় নয়। তবে ‘শ্রীময়ী’র জুন আন্টিও চুপ করে সহ্য করার পাত্রী নন। পাল্টা জবাবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলেন তিনি।

হলিউড, বলিউড থেকে শুরু করে টলিউড- ট্রোলিং করার নামে তারকাদের অপদস্থ করাটা এখন যেন ফ্যাশান হয়ে গিয়েছে। বেশিরভাগ সময়েই তা শালীনতার গণ্ডিও অতিক্রম করে যায়। অশ্লীল, অকথ্য ভাষায় কটূক্তি করা হয় তারকাদের। সম্প্রতি যোগাসনের ছবি শেয়ার করেও এমনই পরিস্থিতির সম্মুখীন হন উষসী।

Ushasie Chakraborty, Ushasie Chakraborty Yoga, Ushasie Chakraborty trolled

দিনকয়েক আগে কর্ণপিডাসনের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন টলি অভিনেত্রী। একটি যোগাসনের ছবি নেটপাড়ায় শেয়ার করে যে এমন নোংরা কটাক্ষের মুখে পড়তে হবে তা হয়তো কল্পনাতেও ভাবেননি তিনি। যৌন ইঙ্গিতপূর্ণ কমেন্ট থেকে শুরু করে অভিনেত্রীর রাজনৈতিক পরিচয় নিয়ে খোঁচা- কোনও কিছুই বাদ দেননি নেটিজেনদের একাংশ।

উষসী এমন একজন অভিনেত্রী যিনি শরীরচর্চা নিয়ে বেশ সচেতন। তবে জিমে গিয়ে ঘাম ঝরানো নয়, যোগাসনেই অভিনেত্রীর আস্থা বেশি। নিমেষের মধ্যে একাধিক কঠিন আসন করে ফেলেন তিনি। সম্প্রতি যেমন কর্ণপিডাসনের ছবি শেয়ার করেন উষসী। কিন্তু সেই ছবির জন্যই অভিনেত্রীকে শুনতে হয় একাধিক কটু কথা।

Ushasie Chakraborty, Ushasie Chakraborty Yoga, Ushasie Chakraborty trolled

কেউ লিখেছেন, রাজ্যের এক বিশেষ রাজনৈতিক দলেরও এই অবস্থা। কারোর আবার মত, উষসীর মাথাটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না! তবে চুপ করে ট্রোলিং মেনে নেওয়ার পাত্রী অভিনেত্রী নন। ফের একবার সেই একই ছবি শেয়ার করে পর্দার ‘জুন আন্টি’ লেখেন, তাঁর যোগাসন দেখে অনেকের নিম্ন মানসিকতার মানুষের যৌন চাহিদা উসকে উঠেছে। হয়তো সত্যিই সেই মানুষদের যৌন খিদে রয়েছে। বা হয়তো তাঁরা এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে মহিলাদের অপমান করাটা ভীষণ স্বাভাবিক।


উষসীর সংযোজন, তাঁর ফিটনেস দেখে যদি কোনও ব্যক্তির যৌন চাহিদে প্রকাশিত হয় তাহলে তাতে তাঁর বিশেষ কোনও অসুবিধা নেই। তবে সেই কথাটা যেভাবে বলা হয়েছে, তাতে সংশ্লিষ্ট ব্যক্তির অশিক্ষার প্রমাণ স্পষ্ট। সবশেষে কর্ণপিডাসনের বেশ কিছু উপকারিতার কথাও উল্লেখ করেন ‘জুন আন্টি’। অভিনেত্রী লেখেন, এতে মেরুদণ্ড, হজমের সমস্যা দূর হয়। শুধু তাই নয়, অবসাদও কমে। পাশাপাশি কটাক্ষকারীদের চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, এমন কঠিন আসন তিনি ভবিষ্যতে ফের করবেন। কটাক্ষকারীরা চুলোয় যাক!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥