• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুল ব্যাখ্যা হয়েছিল! অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী

Published on:

Famous Tollywood actor Sabyasachi Chakraborty says he is not retiring from acting

গত জানুয়ারি মাসে আচমকাই শোনা যায়, অভিনয় (Acting) দুনিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের (Tollywood) নামী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। সিংহভাগ দর্শকের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘ফেলুদা’ নামেই। আচমকা এই অভিনেতা অভিনয় দুনিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মন ভেঙে গিয়েছিল অনেকেরই। বহু সিনেপ্রেমী মানুষ সব্যসাচী অবসর (Retirement) না নেওয়ার অনুরোধও জানিয়েছিলেন।

তবে এবার সম্পূর্ণ বিষয়টি খোলসা করে জানালেন পর্দার ফেলুদা নিজে। সব্যসাচী এমন একজন অভিনেতা যিনি ফোন থেকে দূরে থাকতেই ভালোবাসেন। তাঁর অবসর নিয়েও যখন প্রবল আলোচনা, বিতর্ক চলছে তখনও এই বিষয়ে তিনি খুব একটা মুখ খোলেননি। তবে মঙ্গলবার কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্মদিনে এই নিয়ে কথা বলেন অভিনেতা।

Sabyasachi Chakraborty, Sabyasachi Chakraborty retirement, Sabyasachi Chakraborty on retirement

গতকাল সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষ্যে পরিচালক-পুত্র তথা সন্দীপ রায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন সব্যসাচী। সেখানে এক নামী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টলি অভিনেতা বলেন, ‘একেবারেই নয়। দেখুন, আমার বয়স হচ্ছে। সেই জন্য আপাতত খানিক বিরতি নিয়েছি। কিন্তু তাই বলে এটা নয় যে আমি আর কখনও অভিনয় করব না’।

চলতি বছর জানুয়ারি মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন এপার বাংলার সব্যসাচী। সেই অনুষ্ঠানেই ওপার বাংলার সংবাদমাধ্যমের কাছে অভিনেতা বলেন, ‘আমি আর অভিনয় করতে চাই না। আমার বয়স হয়ে গিয়েছে। এখন নতুনদের জন্য আমার নিজের জায়গা ছেড়ে দেওয়া উচিত’।

Sabyasachi Chakraborty, Sabyasachi Chakraborty retirement, Sabyasachi Chakraborty on his retirement, Sabyasachi Chakraborty on Tollywood

এই বক্তব্য প্রসঙ্গে গতকাল জিজ্ঞেস করা হয় সব্যসাচীকে। অভিনেতা বলেন, ‘আমার আগামী সিনেমা নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছিল। আমি ‘জানি না’ বলায় জিজ্ঞেস করা হয় আমি অবসর নিচ্ছি না। আমি বলে দিই, তাহলে তাই। আসলে ওনাদের প্রশ্নে কিছুটা বিরক্ত হয়েই এমন জবাব দিয়েছিলাম। আমার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে’।

সবশেষে পর্দার ফেলুদা বলেন, ‘আমি মেনে নিচ্ছি যে আমি আগের থেকে কাজ কমিয়ে দিয়েছি। কিন্তু তার মানে একেবারেই এই নয় যে আমি অবসর নিয়ে নিয়েছি। আমায় চা দেওয়ার পর যদি আমি বলি এখন চা খাব না। তার মানে কি আমি চা খাওয়াটাই একেবারে ছেড়ে দিলাম?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥