সোশ্যাল মিডিয়ার (Social media) এই যুগে মানুষ ভাইরাল (Viral video) হওয়ার জন্য কী না করে থাকেন! মাঝেমধ্যেই নানান রকমের ভিডিও, ছবি ভাইরাল হতে দেখা যায় নেটপাড়ায়। কখনও দেখা যায় কেউ চকোলেট ম্যাগি খাচ্ছেন, কখনও আবার পিঠে করে কুমির নিয়ে গিয়ে নেটিজেনদের অবাক করে দেন কেউ। তবে এবার এক তরুণীর এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়।
এখন প্রায়শয়ই রাস্তাঘাটে অনেককে রিল ভিডিও তৈরি করতে দেখা যায়। অতীতে রাস্তার মোড়ে, কখনও আবার রেল স্টেশনে কোমর দুলিয়ে ভাইরাল হয়েছেন অনেকে। এবার এক তরুণী ট্রেনের ভেতর নৃত্য করে ভাইরাল হলেন। যদিও তিনি নিজের নাচের জন্য নন, বরং সেই ভিডিওয় একজন বৃদ্ধ হকারকে ধাক্কা মেরে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন।
এমনিতেই রাস্তাঘাটে রিল বানানো বেশ বিপজ্জনক। এর জন্য সাধারণ মানুষকেও অনেকসময় বিপদে পড়তে হয়। কিন্তু তা সত্ত্বেও অনেকে এই কাজ করেন। এবার যেমন ট্রেনের ভেতর রিল বানানোর জন্য একজন বয়স্ক বৃদ্ধ হকারকে ধাক্কা মেরে সরিয়ে দেন একজন তরুণী। বৃদ্ধ মানুষের প্রতি এই ব্যবহার দেখে রেগে গিয়েছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি লোকাল ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে উঠেছেন একজন তরুণী। সেখানে একজন বৃদ্ধ হকার কিছু জিনিস বিক্রি করছিলেন। এরপর সেই তরুণী বৃদ্ধ হকারকে হাত দিয়ে সরিয়ে নাচতে আরম্ভ করেন। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে, ‘যতই তুমি বাহানা করো না কেন’ গানটি।
ভাইরাল হওয়া এই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই নেটিজেনদের একটি বৃহৎ অংশ বেশ রেগে গিয়েছেন। একজন কমেন্ট করেছেন, শরীর দেখিয়ে ভাইরাল হওয়াই এসব মেয়েদের কাজ। এদের নিজেদের মধ্যে কোনও গুণ নেই। তাই জন্য নাচগানের ভিডিওর মাধ্যমে পয়সা কামানোই আসল উদ্দেশ্য।
আর একজন নেটাগরিকের আবার বক্তব্য, ট্রেনে সবাই এই মেয়েটিকে একেবারে ভূত দেখার মতো করে দেখছে। তৃতীয় নেটাগরিক কমেন্ট করেছেন, সিগন্যালে দাঁড়িয়েও এই মেয়েটি নাচ করেছে। তখনই কোনও গাড়ি ধাক্কা মারলে ভালো হতো। ভাইরাল হতে গিয়ে এই তরুণী যে বেশ বড় বিপাকে পড়েছেন তা কিন্তু বোঝাই যাচ্ছে।