স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। ঋদ্ধিমান (Riddhiman) এবং খড়ির (Khori) কাহিনী প্রচণ্ড পছন্দ দর্শকদের। তবে সম্প্রতি সিরিয়ালের নায়িকা খড়ির মৃত্যু দেখানো হয়েছে। ছেলে আয়ুষ্মানের জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ে খড়ি। সেই সঙ্গেই ১৫ বছর এগিয়ে যায় ধারাবাহিকের কাহিনী। লিপের পর এবার সিরিয়ালে এন্ট্রি হল ঋদ্ধির নতুন নায়িকা বিন্দির (Bindi)।
এমনিতেই খড়ি চরিত্রে শোলাঙ্কি রায়ের ধারাবাহিক ছেড়ে চলে যাওয়াটা কিছুতেই মানতে পারছে না দর্শকরা। অনেকেই সিরিয়াল বয়কটের ডাকও তুলেছেন। এর মধ্যেই ঋদ্ধির জীবনে নতুন নায়িকার প্রবেশ দেখে আরও চটে গিয়েছেন অনেকে। দর্শকদের একাংশের মত, খড়ি ছাড়া অন্য কারোর সঙ্গে মানায় না ঋদ্ধিমানকে।

‘গাঁটছড়া’র নিয়মিত দর্শকরা দেখেছেন, সিরিয়ালে কিছুদিন আগেই নতুন চরিত্র বিন্দির এন্ট্রি হয়েছে। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে বিন্দির চঞ্চলতা এবং ঋদ্ধির ওঁর ওপর রাগ। আর তা দেখেই অনেকে অনুমান করছেন, খড়ির মৃত্যুর পর ঋদ্ধির জীবনে আবার বসন্ত আনবে এই বিন্দিই।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন ঋদ্ধি এবং বিন্দিকে নিয়ে এই পোস্ট করার পরেই চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই বলেন, ঋদ্ধির সঙ্গে এই নায়িকাকে একেবারেই মানাচ্ছে না। কারণ দু’জনের বয়সের ফারাক অনেকখানি। কেউ কেউ এও বলছেন, খড়ির জায়গায় ঋদ্ধির সঙ্গে অন্য কাউকে দেখা খুব কঠিন।

‘গাঁটছড়া’য় এখনও অবশ্য ঋদ্ধি এবং বিন্দিকে নিয়ে কোনও ভালোবাসা অথবা পছন্দ হওয়ার ট্র্যাক দেখানো হয়নি। তাঁদের একে অপরের প্রতি ব্যবহার দেখেই এমনটা অনুমান করছে প্রত্যেকে। পাশাপাশি নির্মাতাদের কাছে অনেকের অনুরোধ, ‘খড়িদ্ধি’ জুটি অনুরাগীদের কাছে ইমোশন। তাই ঋদ্ধিমানের জীবনে যেন অন্য কাউকে আর আনা না হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য ‘গাঁটছড়া’ নির্মাতাদের সঙ্গে শোলাঙ্কির চুক্তি শেষ হয়েছে। এরপর সেই চুক্তি আর বাড়াননি অভিনেত্রী। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে পর্দার খড়ি জানান, তাঁর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না। সেই জন্য এখন বিরতি নিয়ে কিছুদিন বিশ্রাম নেবেন শোলাঙ্কি। এরপর ফের নতুন উদ্যমে কাজ শুরু করবেন ‘গাঁটছড়া’ নায়িকা।














