বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের (Salman Khan) সময়টা ব্যক্তিগত দিক থেকে একেবারেই ভালো যাচ্ছে না। সাম্প্রতিক অতীতে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই বহুবার প্রকাশ্যে ভাইজানকে হত্যার হুমকি দিয়েছেন। স্বাভাবিকভাবেই কোনও ঝুঁকি না নিয়ে মুম্বই পুলিশের তরফ থেকে অভিনেতার নিরাপত্তাও বাড়িতে দেওয়া হয়েছে।
সদ্য প্রেক্ষাগৃহে রিলিজ করেছে সলমনের ‘কিসি কি ভাই কিসি কি জান’। সেই ছবির প্রচারের সময়েও অভিনেতার নিরাপত্তা নিয়ে কোনও রকম খামতি রাখেনি মুম্বই পুলিশ। তখনও সব ধরণের সাবধানতা অবলম্বন করা হয়েছিল। এবার ভাইজান নিজে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন। তিনি জানালেন, এখন তাঁর মনের ভেতর ঠিক কী চলছে।
এর আগে একবার একটি সাংবাদিক বৈঠকে ভাইজানকে প্রাণনাশের হুমকির বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু তিনি তখন সেটি এড়িয়ে গিয়েছিলেন। তবে এবার ‘আপ কি আদালত’ শোয়ে গিয়ে এই বিষয়ে মুখ খোলেন তিনি। কোনও রকম রাখঢাক না করেই ‘দাবাং’ অভিনেতা বলেন, তাঁর ভয় করছে।
সঞ্চালকের প্রশ্নের উত্তরে ভাইজান বলেন, ‘এখন আর রাস্তায় আগের মতো সাইকেল চালাতে পারি না। এর চেয়েও বড় কথা হল, এখন আমি রাস্তায় বেরোলে নিরাপত্তার জন্য এত বেশি যানজট তৈরি হয়ে যায় যে সাধারণ মানুষের কষ্ট ভোগ করতে হয়। স্বাভাবিকভাবেই তখন সবাই আমার দিকে তির্যক দৃষ্টিতে তাকান। অনুরাগীদের জন্য আমার খুব কষ্ট হয়’।
তবে লাগাতার প্রাণনাশের হুমকি পাওয়ার পর সলমনের কি একটুও ভয় করে না? জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, ‘সম্পূর্ণ সুরক্ষিত হয়ে আমি এখন সব জায়গায় যাই। আমি জানি, যা হওয়ার সেটা ঠিক হবেই। আমি ভগবানে বিশ্বাসী। কিন্তু তাই বলে এটা একেবারেই নয় যে প্রকাশ্যে খোলামেলাভাবে ঘুরতে শুরু করে দেব’।
সলমনের সংযোজন, ‘এখন আমার চারিদিকে অনেক শেরা (সলমনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী) রয়েছে। আমার চারপাশে এত বন্দুক রয়েছে যে আমার নিজেরই এখন একটু ভয় করে’। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে রিলিজ করেছে সলমন-পূজা হেগড়ে অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। ইতিমধ্যেই ছবির বক্স অফিস কালেকশন ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। অনেকটা সময় নায়ক হিসেবে বড়পর্দা থেকে দূরে থাকার পর এই ছবির হাত ধরেই কামব্যাক করেছেন ভাইজান।