বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন দেবলীনা কুমার (Devlina Kumar)। ইতিমধ্যেই বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। স্টার জলসার ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে খলনায়িকা রাইমা চরিত্রেও তাঁকে দেখেছেন দর্শকরা। তবে তাঁর আরও পরিচয় রয়েছে। ‘মহানায়ক’ উত্তম কুমারের নাতবৌ তিনি। ‘গাঁটছড়া’র নায়ক ঋদ্ধিমান তথা গৌরব চট্টোপাধ্যায় তাঁর স্বামী।
তবে গৌরব একা নয়, দেবলীনার জন্য আরও অনেক সম্বন্ধ (Marriage proposal) এসেছিল। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ গিয়ে সেই কাহিনীই শোনান অভিনেত্রী। গৌরব-পত্নীর মুখ থেকে আর সব অদ্ভুত পাত্রের গল্প শুনে হাসি থামা দায় হয়ে গিয়েছিল দর্শকদের। অভিনেত্রী যেমন জানান, তাঁকে বাড়ির বৌ বানানোর জন্য এক পরিবার যেমন পণ হিসেবে ১০০ উট দেওয়ার কথা বলেছিল।
বেশ কিছুদিন আগে মিশর ঘুরতে গিয়েছিলেন দেবলীনা। মিশর-ভ্রমণের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন তিনি। পিরামিডের সামনে লাল রঙের শাড়ি পরে দেবলীনার তোলা একটি ছবি এখনও অনেকের মনেই গেঁথে রয়েছে। সেদেশে গিয়েই পণ হিসেবে ১০০ উটের প্রস্তাব পেয়েছিলেন তিনি।
‘সাহেবের চিঠি’ খ্যাত দেবলীনা বলেন, ‘ওখানে গিয়ে যে বিয়ের প্রস্তাব পাবো, সেটা আমি কখনওই ভাবিনি। তাঁরা বলেছিল, পণ হিসেবে ১০০টি উট দেবে। এত উটের বিনিময়ে ওঁরা আমায় নিজেদের বাড়ির বৌ করতে চেয়েছিলেন’। এরপরই হেসে ফেলেন অভিনেত্রী।
২০২০ সালে উত্তম কুমারের নাতি তথা গৌরবের সঙ্গে সাত পাক বাঁধেন দেবলীনা। ভালোবেসে বিয়ে করেন দু’জনে। ২০১৭ সালে প্রথমবার চট্টোপাধ্যায় বাড়ির লক্ষ্মীপুজোয় গিয়েছিলেন অভিনেত্রী। ‘গাঁটছড়া’র ঋদ্ধি অভিনেতার দুই বোন দেবলীনার বান্ধবী। সেই পরিচয়েই চট্টোপাধ্যায় বাড়িতে যাতায়াত শুরু তাঁর।
এরপর নিজেদের অজান্তেই একে অপরকে মন দিয়ে বসেন দেবলীনা-গৌরব। এখন চুটিয়ে সংসার করার পাশাপাশি কাজও করছেন দু’জনে। গৌরবকে দেখা যাচ্ছে ‘গাঁটছড়া’র নায়ক ঋদ্ধির চরিত্রে। অপরদিকে দেবলীনা সদ্য ‘রক্তবীজ’ এবং ‘সাদা রঙের পৃথিবী’র কাজ শেষ করলেন।