বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র (SaReGaMaPa) হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ওপার বাংলার গায়ক মইনুল এহসান নোবেল (Mainul Ahsan Noble)। একসময় মানুষের মুখে মুখে ঘুরত তাঁর নাম। বাংলাদেশের এই গায়কের গান শুনে মুগ্ধ হয়েছিলেন আট থেকে আশি। তবে এখন সেসব অতীত। একের পর এক বিতর্কে জড়িয়ে নোবেলের (Noble) জনপ্রিয়তাও অনেকখানি কমেছে।
গত কয়েক বছরে একাধিক বিতর্কে জড়িয়েছেন নোবেল। সম্প্রতি আবার একটি বিতর্কের সঙ্গে তাঁর নাম জড়াল। গায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি মদ্যপান করে মঞ্চে গান গাইতে উঠেছিলেন। এখানেই অবশ্য ঘটনার শেষ নয়। দর্শকরা (Audience) যখন গায়কের অসংলগ্ন অবস্থা দেখতে পান, তখনই তাঁর দিকে ছুঁড়তে থাকেন চটি (Shoes), জলের বোতল।
বাংলাদেশের ফুলবাড়ি ডিগ্রি কলেজে অনুষ্ঠান করতে গিয়েছিলেন নোবেল। অভিযোগ, রাত ৯টা থেকে শো শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু তিনি নাকি মঞ্চে ওঠেন ১১টা নাগাদ। প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে এমনিতেই দর্শকদের একাংশের মধ্যে বিরক্তির উদ্রেক হয়েছিল।
এরপর নোবেল গান শুরু করতেই দেখা যায়, তাঁর কথা জড়িয়ে যাচ্ছে। শেষ তিনি বসেও পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওয় দেখা গিয়েছে এই দৃশ্য। ব্যস, চটে লাল হয়ে যান উপস্থিত দর্শকরা। এরপরই তাঁর দিকে ছুঁড়ে মারতে থাকেন পায়ের চটি থেকে জলের বোতল।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে কোনও ভাবে মঞ্চ থেকে নেমে আসেন নোবেল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ওপার বাংলার এই গায়কের ভিডিও। পাশাপাশি মদ্যপ অবস্থায় মঞ্চে ওঠার জন্য অনেকে কটাক্ষও করেছেন নোবেলকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ওপার বাংলার প্রতিভাবান এই গায়কের জীবনের অনেকটা অংশ জুড়ে এখন রয়েছে বিতর্ক এবং সমালোচনা। গত কয়েক বছরে একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। যে কারণে সমালোচিত হতে হয়েছে তাঁকে। নোবেল অনুরাগীদের একটাই প্রার্থনা, সকল বিতর্ক, সমালোচনাকে পিছনে ফেলে ফের নতুন করে সব কিছু শুরু করুক তিনি। এবার দেখা যাক, অনুরাগীদের এই কথা গায়ক শোনেন কিনা।