দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল টলিউডের (Tollywood) নামী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) প্রয়াত হয়েছেন। সময় নিজের তালে বয়েই চলেছে। নেটিজেনদের মন থেকেও আস্তে আস্তে ফিকে হতে শুরু করে দিয়েছেন ‘জিয়ন কাঠি’ নায়িকার স্মৃতি। তবে এখনও নিজেদের সামলে উঠতে পারেনি অভিনেত্রীর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ‘দিদি নম্বর ১’এর মঞ্চে এসে যেমন কেঁদে ফেললেন ঐন্দ্রিলার মা শিখা (Shikha Sharma) এবং দিদি ঐশ্বর্য (Aishwarya Sharma)।
গত বছর নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন ঐন্দ্রিলা। এরপর থেকে তাঁর স্মৃতি আঁকড়েই দিন কাটাচ্ছে শর্মা পরিবার। আজ যেমন ‘জিয়ন কাঠি’ অভিনেত্রীর ইচ্ছা পূরণ করতেই রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) শো ‘দিদি নম্বর ১’এ (Didi No. 1) গিয়েছিলেন তাঁরা। সেখানেই সঞ্চালিকার সঙ্গে কথা বলার সময় শিখাদেবী এবং ঐশ্বর্যর চোখ বেয়ে নেমে আসতে থাকে জল।
ঐন্দ্রিলার মা রচনাকে বলেন, ছোট মেয়ের সঙ্গেই খেলতে আসার কথা ছিল তাঁর। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। সেই জন্য ঐন্দ্রিলার স্বপ্ন পূরণ করতে বড় মেয়ে ঐশ্বর্যকে নিয়ে রচনার শোয়ে যান তিনি। শিখাদেবী বলেন, দিদির সঙ্গে অংশগ্রহণ করেছে দেখেই খুশি হবে তাঁর মিষ্টি।
শিখাদেবীর দুই মেয়ে। বড় মেয়ে ঐশ্বর্য পেশায় চিকিৎসক। ছোটজন পা রেখেছিলেন অভিনয় দুনিয়ায়। এর আগে অনেকবার সাক্ষাৎকারে শিখাদেবী বলেছেন, ঐশ্বর্য ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের। অপরদিকে ঐন্দ্রিলা ছিল দুষ্টু। ‘দিদি নম্বর ১’এ এসে ঐশ্বর্য আবার জানান, বয়সে তিনি ঐন্দ্রিলার থেকে বড় ছিলেন। কিন্তু দিদির মতো ব্যবহার করতো ছোটবোনই।
ঐন্দ্রিলা এবং ঐশ্বর্য সম্পর্কে দুই বোন হলেও আসলে তাঁদের সম্পর্কটা ছিল অনেকটা বন্ধুর মতো। ছোট বোনকে চোখে হারাতেন ঐশ্বর্য। ঐন্দ্রিলার মৃত্যুর পর একাধিক অদেখা ছবি, ভিডিও শেয়ার করেছিলেন তিনি। অতীতের সেসব স্মৃতিতেই হয়তো ঐশ্বর্য খুঁজে বেড়াচ্ছিলেন তাঁর বোনকে।
View this post on Instagram
শিখাদেবী এবং ঐশ্বর্যর সোশ্যাল মিডিয়া প্রোফাইল জুড়ে এখন শুধু ঐন্দ্রিলার ছবিই রয়েছে। গত ২০ এপ্রিল অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে তাঁর মা লিখেছিলেন, ‘আজ পাঁচ মাস হয়ে গেল তুমি আমাদের একেবারে একা করে চলে গিয়েছ। সবসময় শুধু মনে হচ্ছে আজই সেই দিন। তোমায় ছাড়া থাকতে পারছি না মানিক। তুমি আবার চলে এসো’।