• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও ধামাকা হবে বক্স অফিসে! কাশ্মীর থেকে ফাঁস শাহরুখের ‘ডানকি’ লুক, উচ্ছসিত ভক্তরা

Published on:

Shahrukh Khan Taapsee Panuu Shooting in Kashmir for Dunki Leaked Video Viral

বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan) এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘ডানকি’র (Dunki) শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত আছেন। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন রাজকুমার হিরানি এবং শাহরুখ। নায়িকা হিসেবে দেখা যাবে তাপসী পান্নুকে। এই মুহূর্তে ‘ভূস্বর্গ’ কাশ্মীরে (Kashmir) জোরকদমে চলছে ছবির শ্যুটিং (Shooting)। উল্লেখ্যযোগ্য বিষয় হল, তিন দশকেরও বেশি দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এই প্রথম কাশ্মীরে শ্যুটিং করছেন শাহরুখ।

দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ‘পাঠান’এর হাত ধরে বড়পর্দায় নায়ক হিসেবে কামব্যাক করেছেন ‘কিং খান’। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা। গোটা বিশ্বে প্রায় ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। তবে স্রেফ এই ছবিটিই নয়, চলতি বছর অভিনেতার আরও দু’টি সিনেমা রিলিজ করবে।

Shah Rukh Khan, Shah Rukh Khan in Dunki, Shah Rukh Khan in Kashmir

আগামী জুন মাসে প্রেক্ষাগৃহে রিলিজ করবে শাহরুখের ‘জওয়ান’। এরপর বছরের শেষে মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। আপাতত কাশ্মীরে জোরকদমে সেই ছবিরই শ্যুটিং চলছে। স্বাভাবিকভাবেই অভিনেতাকে দেখার জন্য সেখানে উপচে পড়েছে অনুরাগীদের ভিড়।

Shah Rukh Khan in Kashmir, Shah Rukh Khan in Kashmir Dunki shooting

বৃহস্পতিবার অর্থাৎ আজ কাশ্মীরের পুলওয়ামায় পৌঁছেছেন শাহরুখ, তাপসী, রাজকুমার সহ সম্পূর্ণ ‘ডানকি’ টিম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখে কেউ কেউ অনুমান করছেন, ‘ডানকি’তে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ লুকে ধরা দেবেন ‘কিং খান’।


শাহরুখের একটি ফ্যান পেজের তরফ থেকে শেয়ার করা ভিডিওয় আবার কাশ্মীরনিবাসীদের মধ্যে অভিনেতাকে ঘিরে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, কালো রঙের ট্রাউজার এবং জ্যাকেট পরে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছেন অভিনেতা। তাঁর পিছনে রয়েছেন বেশ কয়েকজন উচ্ছ্বসিত অনুরাগী। একজনের হাতে আবার ফুলের তোড়াও দেখা যাচ্ছে।


প্রসঙ্গত উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ চলতি বছর বড়দিনের আশেপাশে প্রেক্ষাগৃহে রিলিজ করবে বলে খবর। জানা যাচ্ছে, টিপিক্যাল রাজকুমার হিরানি স্টাইলের ছবি হতে চলেছে এটি। লাইট হার্টেড কমেডি ঘরানার এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥