• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’য়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই! TRP’তে জিততে পারল সব্যসাচীর ‘রামপ্রসাদ’? রইল তালিকা

Updated on:

Which Bengali serial leads the TRP list of 21st April to 27Th April, where is Sabyasachi Chowdhury’s Ramprasad standing

সাম্প্রতিক অতীতে স্টার জলসার (Star Jalsha) পর্দায় একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। এমনই একটি সিরিয়াল হল সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), পায়েল দে অভিনীত ‘রামপ্রসাদ’ (Ramprasad)। ‘বালিঝড়’ শেষ করে ভক্তিমূলক এই ধারাবাহিক সন্ধ্যা ৬টার স্লটে দেওয়া হয়েছে। ‘মহাপীঠ তারাপীঠ’এর আকাশছোঁয়া সাফল্যের পর বহুদিন ছোটপর্দা থেকে গায়েব ছিলেন সব্যসাচী। এই ধারাবাহিকের হাত ধরে ফের কামব্যাক করলেন তিনি।

মাঝখানে অবশ্য সব্যসাচীর ওপর দিয়ে বয়ে গিয়েছে অনেক ঝড়। হারিয়েছেন প্রেমিক ঐন্দ্রিলা শর্মাকে। গত বছর শেষের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী। প্রেমিকাকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন সব্যসাচী। তবে সময়ের সঙ্গে সেই ধাক্কা কিছুটা কাটিয়ে উঠে ফের কাজে ফিরেছেন তিনি। ‘রামপ্রসাদ’ নিয়ে তাই দর্শকদের আগ্রহও তুঙ্গে ছিল।

Ramprasad, Ramprasad serial TRP, TRP list 27th April

গত সোমবার থেকে পথচলা শুরু হয়েছে সব্যসাচী-পায়েলের নতুন সিরিয়ালের। সংসারের মধ্যে থেকে কীভাবে রামপ্রসাদ মা কালীকে খুঁজে পাবেন সেই কাহিনীই দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। দর্শকদের তরফ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেলেও, ‘রামপ্রসাদ’ টিআরপি (TRP) তালিকায় কেমন পারফর্ম করল?

প্রত্যেক বৃহস্পতিবার হাজির হয়ে যায় নতুন টিআরপি তালিকা। অনেকেই এই সপ্তাহে এই লিস্টের দিকে তাকিয়ে ছিলেন। প্রিয় ধারাবাহিক কত নম্বর পেল? বেঙ্গল টপার কে হল? এমন অনেক প্রশ্ন ঘুরছিল সকলের মনে। অবশেষে মিলল সেই জবাব।

Ramprasad, Ramprasad serial TRP, TRP list 27th April

চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে সব্যসাচী অনুরাগীদের জন্য দুঃসংবাদ, ‘রামপ্রসাদ’ প্রথম সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিতে পারেনি। একসময়কার বেঙ্গল টপার ‘মিঠাই’কে টেক্কা দেওয়া যেন সত্যিই ভীষণ কঠিন।

প্রথম সপ্তাহে সব্যসাচী-পায়েলের ‘রামপ্রসাদ’ পেয়েছে ৩.২ পয়েন্ট। সব্যসাচী অনুরাগীরা আশা করবেন, সময়ের সঙ্গে এই পয়েন্টও বাড়তে থাকবে এবং ‘মহাপীঠ তারাপীঠ’ যেমন একসময় দর্শকমনে রাজত্ব করেছিল, ঠিক সেভাবেই ‘রামপ্রসাদ’ও দর্শকদের মনে স্থান করে নেবে। দ্বিতীয় সপ্তাহে এই ধারাবাহিক কেমন পারফর্ম করে এবার সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥