বলিউড (Bollywood) সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছোট ছেলে নমশি (Namashi Chakraborty) শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। ‘ব্যাড বয়’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবেন ‘মহাগুরু’র ছেলে। বি টাউনে পা রাখার আগে স্বাভাবিকভাবেই সর্বত্র তাঁকে নিয়ে চর্চা হচ্ছে। সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন নমশি। সম্প্রতি এই তারকাসন্তানেরই একটি মন্তব্য নিয়ে চারিদিকে বিস্তর চর্চা হচ্ছে।
মিঠুন এমন একজন ব্যক্তিত্ব যিনি ‘জিরো’ থেকে ‘হিরো’ হয়েছেন। কোনও বড় বাড়ির ছেলে না হয়েও রাজত্ব করেছেন ইন্ডাস্ট্রিতে। প্রচুর সংগ্রাম, লড়াই করেই আজ আদায় করেছেন ‘ডিস্কো ডান্সার’, ‘মহাগুরু’র মতো তকমা। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে বলিউডের সুপারস্টার হয়ে ওঠার এই লড়াই একেবারেই সহজ ছিল না। সম্প্রতি নমশি যেমন সাফ জানালেন, তাঁর বাবা যে বাড়িতে বড় হয়েছেন, সেখানে তিনি কিছুতেই থাকতে পারবেন না। কারণ ছোট থেকে তিনি সুখে, আরামে মানুষ হয়েছেন।
কিছুদিন আগে নিজের ডেবিউ ছবির প্রচার করতে কলকাতায় এসেছিলেন মিঠুনের ছোট ছেলে। তিলোত্তমায় আসার পর স্বাভাবিকভাবেই নিজের পৈতৃক ভিটে দেখতে যান তিনি। এরপরই নমশি বলেন, তাঁর বাবা যে বাড়িতে বড় হয়েছেন, সেখানে তিনি কিছুতেই থাকতে পারবেন না।
ফিল্মিবিটের সঙ্গে এক আলাপচারিতার সময় মিঠুন-পুত্র বলেন, ‘আমি যখন ছবির প্রচার করতে কলকাতায় গিয়েছিলাম, তখন উনি (বাবা) যে বাড়িতে থাকতেন সেখানেও যাই। আমার ঠাকুরদা-ঠাকুমার বাড়ি। আমি যখন ওই বাড়ির গলিতে প্রবেশ করি…আমি অন ক্যামেরা বলছি, নমশি চক্রবর্তী কোনোদিন ওই গলিতে থাকতে পারবে না’।
মিঠুন-পুত্রের সংযোজন, ‘কারণ আমি নিজের সম্পূর্ণ জীবনে শুধুমাত্র সুখ, বাংলো, গাড়ি, হোটেল সহ সমস্ত ধরণের লাক্সারি দেখেছি। কিন্তু আমার বাবা ওই গলিতে, ওই বাড়িতে থেকেও বড় স্বপ্ন দেখেছিল’। একই সাক্ষাৎকারে নমশি বলেন, মিঠুনের মতো একজন ব্যক্তিত্ব যখন আশেপাশে থাকেন তখন অনেক সাহস পাওয়া যায়। ওনার জীবন থেকে শেখা যায় কীভাবে ‘জিরো’ থেকে ‘হিরো’ হতে হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, নমশির ডেবিউ ছবি ‘ব্যাড বয়’ প্রযোজনা করেছেন অঞ্জুম কুরেশি এবং সাজিদ কুরেশি। পরিচালনা করেছেন ইন্ডাস্ট্রির নামী পরিচালক রাজকুমার সন্তোষী। নমশি ছাড়াও এই ছবিতে আমরিন, জনি লিভার, রাজপাল যাদবের মতো তারকারা অভিনয় করেছেন। আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা।