• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দিদি নম্বর ১’র দিন শেষ! মহিলাদের স্বাবলম্বী করতে নতুন শো আনছেন পরমব্রত-সৃজলা

Published on:

Bengali reality show,reality show,Star Jalsha,Didi No. 1,Parambrata Chatterjee,Srijla Guha,Rachana Banerjee,tollywood,entertainment,television,বাংলা রিয়্যালিটি শো,রিয়্যালিটি শো,স্টার জলসা,দিদি নম্বর ১,পরমব্রত চট্টোপাধ্যায়,সৃজলা গুহ,রচনা বন্দ্যোপাধ্যায়,টলিউড,টেলিভিশন,বিনোদন,My Start Up Show: Dhonni Meyer Upakhyan,মাই স্টার্ট আপ শোঃ ধন্যি মেয়ের উপাখ্যান,Parambrata Chatterjee Srijla Guha,পরমব্রত চট্টোপাধ্যায় সৃজলা গুহ

বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের (Bengali reality show) নাম উঠলেই সবার প্রথমে যে নামটি মাথায় আসে তা হল রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)। জি বাংলার এই শোয়ের সামনে আর কোনও শো পাত্তা পায়নি। বছরের পর বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করছে রচনার শো। ‘দিদি নম্বর ১’এর হাত ধরেই বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা। তবে এবার ‘দিদি নম্বর ১’কে টেক্কা দিতে নতুন শো নিয়ে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং সৃজলা গুহ (Srijla Guha)।

টলিউডের নামী অভিনেতা পরমব্রত এখন বলিউডেরও পরিচিত মুখ। একাধিক হিন্দি সিনেমা, সিরিজে অভিনয় করেছেন তিনি। অপরদিকে বাংলার সিংহভাগ দর্শকের কাছে সৃজলার পরিচিতি অবশ্য ‘পিহু’ নামেই। স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিকে অভিনয় করার পর থেকে এই নামেই জনপ্রিয় হয়ে গিয়েছেন তিনি। এবার এই দুই তারকা মিলেই একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের শো নিয়ে আসছেন।

Parambrata Chatterjee and Srijla Guha, My Start Up Show Dhonni Meyer Upakhyan

গত কয়েক বছর ধরে দর্শকমহলে রাজত্ব করছে ‘দিদি নম্বর ১’। এই শোয়ের জনপ্রিয়তায় ভাগ বসানো একেবারেই সহজ নয়। তবে সেই চ্যালেঞ্জটাই গ্রহণ করেছেন পরমব্রত এবং সৃজলা। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁদের নতুন শোয়ের প্রোমো শ্যুটও হয়ে গিয়েছে। রচনার শোয়ের মতোই পরমব্রত এবং সৃজলার শো’ও নাকি মহিলাদের নিয়েই তৈরি হচ্ছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় হিন্দি রিয়্যালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র ধাঁচে তৈরি হচ্ছে পরমব্রত এবং সৃজলার আপকামিং শো। স্টার্ট আপের ভাবনাকে কেন্দ্র করেই এই শো তৈরি করা হচ্ছে। বাংলার মহিলা উদ্যোক্তাদের কেন্দ্র করেই আবর্তিত হবে আসন্ন এই রিয়্যালিটি শো। জানা গিয়েছে, পরমব্রতকে সঞ্চালক হিসেবে দেখা যাবে। শোয়ের নাম নাকি রাখা হয়েছে ‘মাই স্টার্ট আপ শোঃ ধন্যি মেয়ের উপাখ্যান’।

Parambrata Chatterjee and Srijla Guha, My Start Up Show Dhonni Meyer Upakhyan

জানা গিয়েছে, হিন্দির ‘শার্ক ট্যাঙ্ক’এর মতো এখানেও একাধিক সফল ব্যবসায়ী উপস্থিত থাকবেন। বাংলার বিভিন্ন জেলার মহিলাদের ব্যবসায় সাহায্য করতে দেখা যাবে তাঁদের। এছাড়াও যারা পুজির জন্য নতুন ব্যবসা শুরু করতে পারছেন না তাঁদের জন্যেও একটি বিরাট প্ল্যাটফর্ম হতে চলেছে এই শো।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘দিদি নম্বর ১’এর মতোই পরমব্রত-সৃজলার এই শো’ও বিকেলেই সম্প্রচারিত হবে। নেটিজেনদের একাংশের অনুমান, রচনার শোকে টেক্কা দেওয়ার জন্যেই যে স্টার জলসা এই শো আনছে। এবার দেখা যাক, পরমব্রত-সৃজলার শো ‘দিদি নম্বর ১’কে কড়া প্রতিযোগিতার মুখে ফেলতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥