• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডের নায়িকা নং ১, একটা ছবির জন্য কোয়েল মল্লিকের পারিশ্রমিক শুনলে বন বন ঘুরবে মাথা

Published on:

How Much Koel Mallick Charges for a movie revealed

টলিউড (Tollywood) সুপারস্টার রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা কোয়েল মল্লিক (Koel Mallick) ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের (Actress) মধ্যে একজন। গত প্রায় দু’দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। টলিউডে এতগুলো বছর কাটিয়ে ফেলার পরেও কোয়েলের জনপ্রিয়তা কমা তো দূর, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা আরও কয়েক গুণ বেড়েছে।

২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন কোয়েল। প্রথম ছবিতে সুপারস্টার জিতের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় ২০ বছর কাটিয়ে ফেলেছেন রঞ্জিত-কন্যা। তবুও এত বছরে তাঁর কেরিয়ারে কেউ কোনও কলঙ্ক লাগাতে পারেনি। চিরকাল বিতর্ক, গসিপ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী।

Koel Mallick, Koel Mallick fees

কোয়েল এমন একজন অভিনেত্রী যিনি প্রথম ছবি থেকেই ব্যাপক সাফল্য পেয়েছেন। ‘নাটের গুরু’ হিট হওয়ার পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি রঞ্জিত-কন্যাকে। তারকাসন্তান হলেও নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার জোরে তৈরি করেছেন স্বতন্ত্র পরিচিতি। বিয়ে এবং সন্তান হওয়ার পর ছবির পরিমাণ কমিয়ে দিলেও কোয়েলের চাহিদা কিন্তু একটুও কমেনি।

আসলে ইন্ডাস্ট্রিতে প্রায় দু’দশক কাটিয়ে ফেলার পর কোয়েল এখন প্রচণ্ড ভেবেচিন্তে এবং বেছে চিত্রনাট্য নির্বাচন করেন। তবে ছবির সংখ্যা কমালেও, কোয়েলের পারিশ্রমিক (Fees) কিন্তু একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা আরও বেড়েছে। একটি ছবির জন্য কোয়েল কত পারিশ্রমিক নেন জানলে অবাক হয়ে যাবেন আপনিও।

Koel Mallick, Koel Mallick fees

টলিউডের পয়লা নম্বর হিরোইন কোয়েল। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, একটি ছবিতে অভিনয় করার জন্য প্রায় ৫০-৬০ লাখ টাকা পারিশ্রমিক নেন রঞ্জিত-কন্যা। এই তথ্য অবশ্য সম্পূর্ণরূপে গুঞ্জনের ওপর ভিত্তি করে পাওয়া গিয়েছে। কোয়েল নিজে এই বিষয়ে কোনও প্রকার মন্তব্য করেননি।

প্রসঙ্গত উল্লেখ্য, কোয়েলকে শেষ দেখা গিয়েছিল ‘রক্তরহস্য’ সিনেমায়। এছাড়া ‘বনি’ নামে একটি ছবিতেও অভিনয় করেছিলেন ‘বন্ধন’ অভিনেত্রী। মাঝে অবশ্য অনেকটা সময় পর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে আগামী পুজোয় ফের মিতিন মাসি রূপে হাজির হবেন কোয়েল। আপাতত এই ছবির জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোয়েল অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥