ঈদ (Eid) মানেই বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের (Salman Khan) ছবি রিলিজ যেন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছিল। সেই ‘ওয়ান্টেড’ রিলিজের সঙ্গে যে পরম্পরা শুরু হয়েছিল তা চলতি বছর ‘কিসি কা ভাই কিসি কি জান’এর (Kisi Ka Bhai Kisi Ki Jaan) সঙ্গেও বজায় রয়েছে। চলতি বছরের বহু প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি ছিল এটি। কিন্তু বক্স অফিসে (Box office collection) এখনও পর্যন্ত একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি এই সিনেমা। উল্টে লজ্জার নজির গড়েছে।
শাহরুখের মতোই সলমনও বেশ কিছুটা সময় পর্দা থেকে দূরে ছিলেন। ভাইজান অনুরাগীরা ভেবেছিলেন, ‘কিং খান’এর ‘পাঠান’ যেমন বক্স অফিসে ঝড় তুলেছিল, ‘কিসি কা ভাই কিসি কি জান’এর ক্ষেত্রেও হয়তো তেমনটাই হবে। কিন্তু একেবারেই তা হল না। চতুর্থ দিন অবধি এই ছবি বক্স অফিসে যা আয় করেছে তা একেবারেই মুগ্ধ করার মতো নয়।
সলমন অভিনীত এই মাল্টিস্টারার সিনেমা রিলিজের দিন বক্স অফিসে (ভারত) প্রায় ১৪ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিন সেই অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছিল ২৪ কোটি টাকায়। মুক্তির পর প্রথম সোমবার ১০.১৭ কোটি টাকা আয় করেছে এই ছবি। সব মিলিয়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’এর মোট বক্স অফিস কালেকশন এসে দাঁড়িয়েছে ৭৮.৩৪ কোটি টাকায়।
শাহরুখের ‘পাঠান’ রিলিজের দু’দিনের মধ্যেই ১০০ কোটি আয় করে ফেলেছিল। কিন্তু সলমনের ছবি চতুর্থ দিন অবধি মোটে ৭৮.৩৪ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে। ১০০ কোটির লক্ষ্য এখনও বহু দূর। পাশাপাশি প্রথম দিন সবচেয়ে কম টাকা আয় করার নজিরও গড়েছে ভাইজানের এই ছবি।
গত কয়েক বছরে সলমনের কোনও ছবি রিলিজের দিন ১৭ কোটির নীচে ব্যবসা করেনি। ভাইজানের ফ্লপ ছবিগুলিও রিলিজের দিন অন্তত ১৭ কোটি বা তার বেশি টাকা আয় করেছে। কিন্তু ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রথমদিন মাত্র ১৪ কোটি টাকা আয় করেছিল। মাল্টিস্টারার এই সিনেমা বক্স অফিসে এমন লজ্জার নজির গড়বে তা নিশ্চয়ই কেউ আশা করেনি।
‘কিসি কা ভাই কিসি কি জান’ শেষ পর্যন্ত হিট হল নাকি ফ্লপ তা জানার জন্য দর্শকদের এখনও অপেক্ষা করতে হবে। তবে সলমন এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী প্রোজেক্ট নিয়ে। এই মুহূর্তে অভিনেতার হাতে রয়েছে ‘টাইগার ৩’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’। আপাতত এই দুই ছবির কাজেই মনোনিবেশ করেছেন ভাইজান।