বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান (Aryan Khan) বরাবর সংবাদমাধ্যমের শিরোনামে থেকেছেন। কখনও ব্যক্তিগত জীবনের কারণে, কখনও আবার পেশাদার জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। মাস দুয়েক আগেই যেমন জানা গিয়েছিল, নতুন ব্যবসা (Business) খুলেছেন শাহরুখ-পুত্র। মদের ব্যবসা শুরু করেছিলেন তিনি।
সময়ের সঙ্গেই তরুণ প্রজন্মের চিন্তাভাবনা বদলাচ্ছে। আরিয়ানের নতুন ব্যবসার মাধ্যমেও যেন সেকথাই প্রমাণিত হয়। Dyavol নামের একটি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড খুলেছেন শাহরুখ-পুত্র। আরিয়ানের এই ব্র্যান্ডে যেমন হুডি, জ্যাকেট, টি-শার্টের মতো দৈনন্দিন লাইফস্টাইলের নানান সামগ্রী পাওয়া যাবে, তেমনই আবার মদ্যপানের সঙ্গে যুক্ত নানান জিনিসও পাওয়া যাবে।
ভদকার বিক্রির মাধ্যমে নিজের ব্যবসা শুরু করেছিলেন আরিয়ান। এবার আস্তে আস্তে সেই ব্যবসা বাড়াচ্ছেন তিনি। আরিয়ান জানিয়েছেন, শীঘ্রই লাক্সারি স্ট্রিটওয়্যার আনতে চলেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই সুখবরটি দেন তিনি। আর সেই ভিডিওতেই ছিল একটি বিরাট চমক।
আরিয়ানের শেয়ার করা ভিডিওয় দেখা মিলেছেন বাবা শাহরুখের। কয়েক সেকেন্ডের সেই টিজারে শাহরুখের মুখ দেখানো হয়নি। তবে চোখ দেখে সকলেই বুঝে গিয়েছেন এই ব্যক্তি আর কেউ নন, বরং শাহরুখ নিজে। স্বাভাবিকভাবেই বাবা-ছেলের যুগলবন্দি দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে।
ব্যবসা খোলার সময় আরিয়ান বলেছিলেন, বাবা শাহরুখ এবং মা গৌরী তাঁকে এই বিষয়ে প্রচণ্ড উৎসাহ দিয়েছেন। তাঁদের পরিবারের প্রত্যেকে মনে করেন, সবসময় একজন মানুষের নিজের প্যাশনকে ফলো করা উচিত। এবার অবশ্য দূরে দাঁড়িয়ে ছেলেকে উৎসাহ দেওয়াই নয়, কোমর বেঁধে আসরেও নেমে পড়লেন ‘কিং খান’।
View this post on Instagram
অবশ্য শুধুমাত্র ব্যবসাই নয়, বলিউডেও কাজ করার ইচ্ছা রয়েছে আরিয়ানের। তবে বাবার মতো অভিনেতার হওয়ার শখ তাঁর নেই। বরং ক্যামেরার পিছনে থেকে পরিচালনা করতেই ভালোবাসেন তিনি। ইতিমধ্যেই শাহরুখ-গৌরীর নিজস্ব প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হয়ে নিজের প্রথম প্রোজেক্টের চিত্রনাট্যও লেখা শুরু করে দিয়েছেন আরিয়ান।