জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) সিরিয়াল মানেই বরাবরই তা নিয়ে দর্শকমহলে চর্চা তো হবেই। স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত এমনই একটি চর্চিত ধারাবাহিক হল ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka)। একসময় এই সিরিয়ালের নায়িকা-রাধিকা এবং নায়ক পোখরাজই (Radhika-Pokhraj) ছিল দর্শকদের পছন্দের জুটি।
কিন্তু পরবর্তীতে গল্পে নতুন মোচড় দিতে রাধিকা পোখরাজের ডিভোর্সের পরপরই এন্ট্রি হয় নতুন নায়ক ডক্টর অনির্বাণ গুহর (Anirban Guha)। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। আর ধারাবাহিকে তার এন্ট্রি হওয়ার পর থেকেই মূলত দু’ভাগে বিভক্ত হয়ে যায় এই সিরিয়ালের দর্শক।
যার অন্যতম কারণ সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ‘মোহর’ খ্যাত প্রতীক-সোনামণির সোনাতিক জুটি। যার ফলে পোখরাজকে বাতিলের খাতায় ফেলে ধীরে ধীরে দর্শকরা রাধিকা এবং অনির্বাণকে নিয়ে এই মাতামাতি করতে শুরু করেন।
এরই মধ্যে দেখা যায় পোখরাজের জীবনেও এসেছে নতুন নায়িকা। ইচ্ছার বিরুদ্ধে হলেও ইতিমধ্যে সেই রঞ্জাবতির সাথে বিয়ে হয়ে গিয়েছে তার। অন্যদিকে রাধিকার সাথে বিয়ে ঠিক হয়েছে অনির্বানের। এমন সময় ধারাবাহিকের এলো আরও এক নতুন মোড়।
আচমকাই প্রেগনেন্ট হয়ে পড়েছে রাধিকা। এই খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ার রীতিমত পোলিং করে দর্শকরা জানতে চাইছেন পোখরাজ নাকি অনির্বাণ রাধিকার সন্তানের বাবা কে? পোখরাজের সাথে ডিভোর্সের পর প্রেগন্যান্ট হওয়ায় প্রশ্ন উঠছে রাধিকার চরিত্র নিয়েও।
তবে দর্শকদের একাংশের দাবি ‘এমন একটা সংবেদনশীল বিষয় নিয়ে অহেতুক নোংরামি করা হচ্ছে। রাধিকা আদতে প্রেগন্যান্ট নয়, সে আসলে অসুস্থ। কিছু পর্ব পরেই এ কথা জানতে পারবে সবাই’।