• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নববর্ষের আমেজে নৈশ পার্টি, কার সাথে রেস্তোরায় শ্রাবন্তী? ফাঁস হতেই ভাইরাল ছবি

Published on:

Srabanti Chatterjee Parties with Son's girlfriend Damini Ghosh in restaurant

টলিউডের (Tollywood) চর্চিত তারকাদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা চলতেই থাকে। অভিনেত্রীর কাজের থেকে বেশি অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেশি। মাস খানেক ধরে যেমন তাঁর পঞ্চম প্রেমের গুঞ্জনে মুখর সংবাদমাধ্যমগুলি।

শোনা গিয়েছিল, ইন্ডাস্ট্রির এক নামী পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। একটি কফিশপে তোলা দু’জনের বেশ কিছু ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে অভিনেত্রী জানান, সেই পরিচালককে তিনি ‘দাদা’র চোখে দেখেন। তাঁরা কফিশপে গিয়েছিলেন বটে কিন্তু তা কেবলমাত্র কাজের আলোচনা করার জন্য।

Srabanti Chatterjee

একদিকে যখন তাঁর পঞ্চম প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল, তখন কাছের মানুষের সঙ্গে রেস্তোরাঁয় (Restaurant) গিয়ে সময় কাটালেন শ্রাবন্তী। এই মুহূর্তে অভিনেত্রী প্রচণ্ড ব্যস্ত থাকলেও, সেই বিশেষ মানুষটির জন্য ঠিক সময় বের করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আবার সেই ছবিও শেয়ার করেছেন তিনি।

এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে রয়েছে ঠাসা কাজ। কিন্তু তার মাঝেই সময় বের করে পছন্দের মানুষের সঙ্গে রেস্তোরাঁয় চলে যান তিনি। এখন নিশ্চয়ই ভাবছেন শ্রাবন্তীর এই পছন্দের মানুষটি কে? ইন্ডাস্ট্রির কোনও বন্ধু নাকি ইন্ডাস্ট্রির বাইরের কেউ? তাহলে জানিয়ে রাখি, এই বিশেষ মানুষটি হলেন নায়িকার ছেলে অভিমন্যুর গার্লফ্রেন্ড দামিনী ঘোষ (Damini Ghosh)।

Srabanti Chatterjee and Damini Ghosh, Srabanti Chatterjee party

সম্প্রতি শহরের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় গিয়ে দামিনীর সঙ্গে সময় কাটান শ্রাবন্তী। হবু বৌমার সঙ্গে একটি ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন টলি সুন্দরী। আসলে অনেকেই জানেন, ছেলে অভিমন্যুর প্রেমিকা দামিনীর সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর আগে একবার অভিমন্যু এবং দামিনীর সঙ্গে মলদ্বীপেও ঘুরতে গিয়েছিলেন তিনি।

শ্রাবন্তী-দামিনীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই দু’জনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বোঝা যায়। অপরদিকে ছেলের প্রেমিকার মতো ছেলের সঙ্গেই টলি নায়িকার সম্পর্ক দারুণ। জীবনের সকল ওঠাপড়ায় অভিমন্যুকে পাশে পেয়েছেন তিনি। সেই জন্য তিনিও সবসময় ছেলের পাশে থাকেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥