বলিউডের (Bollywood) বহুপ্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি হল ‘আদিপুরুষ’ (Adipurush)। প্রভাস (Prabhas), সইফ আলি খান, কৃতি শ্যানন অভিনীত এই ছবির জন্য দর্শকরা দীর্ঘদিন অপেক্ষা করছেন। যদিও ছবিটি ঘিরে কম বিতর্ক হয়নি। তা সে ভিএফএক্সের কারণে হোক, বা রাবণের লুকের সঙ্গে মুঘল শাসকদের চেহারাগত মিল থাকার কারণে হোক।
ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার সঙ্গেই দর্শকরা বেশ চটে গিয়েছিলেন। রিলিজের আগেই সোশ্যাল মিডিয়ায় উঠেছিল ‘বয়কট আদিপুরুষ’এর ডাক। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছবির রিলিজ ৬ মাস পিছিয়ে দেন নির্মাতারা। জানানো হয়, ছবির ভিএফএক্সের কাজ ফের নতুন করে শুরু করা হবে। কিন্তু এরপরেও যখন নতুন করে ছবির লুক প্রকাশ্যে আনা হয় তখন ফের চটে যান দর্শকরা।
দর্শকরা একদিকে চটে থাকলেও, অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) উপলক্ষ্যে ছবির নতুন টিজার শেয়ার করতে কিন্তু ভুললেন না সাউথ সুপারস্টার প্রভাস। শনিবার সোশ্যাল মিডিয়ায় শ্রীরাম রূপে ‘আদিপুরুষ’এর নতুন টিজারে ধরা দেন অভিনেতা। ইতিমধ্যেই সেই ভিডিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে।
প্রভাসের শেয়ার করা ভিডিওয় তাঁকে রাঘবের লুকে দেখা গিয়েছে। টিজার ভিডিওটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘চার ধামে না যেতে পারলেও শুধুমাত্র প্রভু শ্রীরামের নাম নিন। জয় শ্রী রাম’। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় এই টিজার শেয়ার করেছেন অভিনেতা।
যদিও এই প্রথম নয়, এর আগেও বিশেষ দিনে ‘আদিপুরুষ’এর পোস্টার, ভিডিও শেয়ার করেছেন নির্মাতারা। সম্প্রতি যেমন হনুমান জয়ন্তী উপলক্ষ্যে বজরংবলী রূপে দেবদত্ত নাগের একটি পোস্টার প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। এবার অক্ষয় তৃতীয়ায় শ্রীরাম রূপে প্রভাসের ভিডিও শেয়ার করলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, ওম রাউত পরিচালিত এই সিনেমা ‘রামায়ণ’এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে শ্রীরামের চরিত্রে প্রভাস, মাতা সীতার চরিত্রে কৃতি শ্যানন, লক্ষ্মণের ভূমিকায় সানি সিং এবং বজরংবলীর চরিত্রে দেবদত্ত নাগেকে দেখা যাবে। অপরদিকে লঙ্কেশ হিসেবে বড়পর্দায় হাজির হবেন বলিউড সুপারস্টার সইফ আলি খান। জানা গিয়েছে, আগামী জুন মাসে প্রেক্ষাগৃহে রিলিজ করবে মেগা বাজেট এই সিনেমা।