বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে গত কয়েকমাস ধরে নতুন সিরিয়াল (Serial) শুরুর হিড়িক পড়েছে। সাম্প্রতিক অতীতে একের পর এক নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে। এবার সেই তালিকারই নবতম সংযোজন হল ‘অগ্নিপরীক্ষা’ (Agnipariksha)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সিরিয়ালের প্রোমো (Promo)। ভিন্ন স্বাদের এই ধারাবাহিকের প্রথম ঝলক বেশ ভালোলেগেছে দর্শকদের।
গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলার একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এখনও একের পর এক মেগার প্রোমো প্রকাশ্যে আসছে। সদ্য যেমন স্টার জলসার তরফ থেকে আসন্ন ধারাবাহিক ‘তুঁতে’র প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। তেমনই প্রকাশ্যে এসেছে ‘অগ্নিপরীক্ষা’র প্রোমোও।
স্টার জলসা, জি বাংলার পাশাপাশি এখন দর্শকরা কালার্স বাংলা, সান বাংলা, আকাশ আটের (Aakash Aath) ধারাবাহিকগুলি দেখতেও বেশ পছন্দ করেন। ‘অগ্নিপরীক্ষা’ও আকাশ আটেই শুরু হচ্ছে। এই চ্যানেলে ‘সাহিত্যের সেরা সময়’ নামের যে প্রোগ্রামটি হয়, তারই নতুন গল্প এটি। ভিন্ন স্বাদের ‘অগ্নিপরীক্ষা’র প্রোমো বেশ ভালোলেগেছে দর্শকদের।
আকাশ আটের তরফ থেকে শেয়ার করা প্রোমোয় দেখা যাচ্ছে, ছোটবেলাতেই নায়িকার বিয়ে হয়ে যায়। তবে বিয়ের দিনই মেয়ের বাড়ির একজন এসে বলে ওঠে, তিনি এই বিয়ে মানেন না এবং সেই সঙ্গেই নায়িকার সিঁথির সিঁদুরও মুছে দেয়। এরপর মাঝখানে কেটে যায় বেশ অনেকগুলি বছর। কিন্তু নায়িকার মনে সেদিনের সেই স্মৃতি এখনও টাটকা।
সেই জন্য ফের যখন বড় হয়ে সে বিয়ের পিঁড়িতে বসে তখন তাঁর ছোটবেলার সেই ঘটনা আবারও মনে পড়ে যায়। এরপর কী হবে তা জানতে হলে চোখ রাখতে হবে আকাশ আটে। উল্লেখ্য, ‘অগ্নিপরীক্ষা’র নায়ক-নায়িকা কিন্তু টেলি দুনিয়ার পরিচিত মুখ। দু’জনকেই আগে জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা।
আকাশ আটের এই নতুন ধারাবাহিকের নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’ খ্যাত ভেরোনিকা মোনা দত্ত। বেশ অনেকটা সময় পর্দা থেকে দূরে থাকার পর আবারও কামব্যাক করলেন তিনি। অপরদিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ খ্যাত বিশ্ববসু বিশ্বাসকে।