ঈদের মরসুম মানেই সিনেমা হলে সালমান খানের (Salman Khan) সিনেমা। বিগত কয়েক বছর ধরে এটাই অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে বলিউডের (Bollywood)। এবারও তার অনথা হলো না। ঈদের একদিন আগেই একুশে এপ্রিল বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিসি কি ভাই, কিসি কি জান’ (Kisi ki Bhai Kisi Ki Jaan)।
এই সিনেমায় ভাইজানের সাথে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। তবে মুক্তির প্রথম দিনেই এলো খারাপ খবর। যা শুনে রীতিমতো মাথায় হাত সিনেমার প্রযোজক থেকে নির্মাতা সকলের। আসলে জানা যাচ্ছে সিনেমা মুক্তির প্রথম দিনেই নাকি তা ফাঁস হয়ে গিয়েছে বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে।
আর সূত্র মারফত খবর সেই সব সাইট থেকে নাকি শুধু এই সিনেমা দেখাই যাচ্ছে না ডাউনলোডও করা যাচ্ছে খুব সহজে। যদিও সেই সব সিনেমার গুণগত মান যে খুবই খারাপ তা বলাই বাহুল্য।
তবে সালমান খানের মতো সুপারস্টারের বিগ বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই পাইরেটেড ওয়েবসাইটে ছড়িয়ে পড়ায় রীতিমতো মাথায় হাত সিনেমার প্রযোজক থেকে নির্মাতা সকলেরই।
তাই বিষয়টি একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না কেউই। যার জন্য ইতিমধ্যেই নাকি প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রসঙ্গত বলিউডে এই পাইরেসির ঘটনা নতুন নয় একেবারেই।ইতিপূর্বে বহু সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বহুবার।পাইরেসি অপরাধ হলেও এই অপরাধের প্রতিকার করা যায়নি এখনও।
শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার পর এবার এই পাইরেসির কবলে সালমান খানের সিনেমা। তাছাড়া শুরু থেকেই এই সিনেমা নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে সেভাবে কোন এক্সাইটমেন্টও তৈরি হয়নি। তাই সিনেমাটি আদৌ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সিনেমা বিশেষজ্ঞদের।