বলিউড (Bollywood) সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছোট ছেলে নমশি চক্রবর্তী (Namashi Chakraborty) শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। হুবহু মিঠুনের মতো দেখতে হওয়ায় ইতিমধ্যেই নমশির ডেবিউ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়তে শুরু করেছে। কিন্তু তার আগেই নিজের ব্যক্তিগত জীবনের জন্য সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন নমশি।
সম্প্রতি নিজের ডেবিউ ছবির প্রচার করতে পাটনায় গিয়েছিলেন মিঠুন-পুত্র নমশি। সেখানে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, উনি কি ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান? জবাবে তিনি বলেন, অবশ্যই করতে চান। পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রির একজন নামী নায়িকার নামও নেন নমশি। তিনি বলেন, সেই ভোজপুরী সুন্দরীর অনেক বড় ফ্যান তিনি।
এখন নিশ্চয়ই ভাবছেন ‘মহাগুরু’র ছেলে কার নাম নিয়েছেন? তাহলে জানিয়ে রাখি, নমশি বলেছেন তিনি ভোজপুরী ইন্ডাস্ট্রির নামী নায়িকা অক্ষরা সিংয়ের (Akshara Singh) অনেক বড় অনুরাগী। তাঁর অভিনয়, কাজ খুব পছন্দ করেন তিনি। পাশাপাশি নমশি এও জানান, ভোজপুরী ইন্ডাস্ট্রি এবং অক্ষরার সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
ভোজপুরী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অক্ষরা। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে প্রায় ৫.৩ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাঁর। অক্ষরার জনপ্রিয়তা অবশ্য শুধুমাত্র ভোজপুরী ইন্ডাস্ট্রি অবধিই সীমাবদ্ধ নয়, বলিউডেও ব্যাপক জনপ্রিয় তিনি।
করণ জোহর সঞ্চালিত ‘বিগ বস ওটিটি’তে দেখা মিলেছিল এই ভোজপুরী নায়িকার। শীঘ্রই তাঁকে দেখা যাবে বি প্রাকের নতুন মিউজিক ভিডিও ‘আঁখে মিচ কে’তে। অভিনেত্রী জানিয়েছিলেন, এই মিউজিক ভিডিওটি নিয়ে তিনি খুব এক্সাইটেড।
অপরদিকে মিঠুনের বড় ছেলে বলিউডে সেভাবে ছাপ না ফেলতে পারার পর ছোট ছেলে নমশি ইন্ডাস্ট্রিতে পা রাখছেন। তাঁর ডেবিউ ছবি ‘ব্যাড বয়’এর পরিচালনা করেছেন ইন্ডাস্ট্রির নামী পরিচালক রাজকুমার সন্তোষী। এই মুহূর্তে জোরকদমে সেই ছবির প্রচার চালাচ্ছেন নমশি এবং নায়িকা আমরিন। আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘ব্যাড বয়’।