• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মারকাটারি অ্যাকশন! এনকাউন্টার নিয়ে তৈরীএই ৭ বলিউড ছবির কাছে হলিউডও ফেল

Published on:

7 Bollywood movies based on gangster encounter

কথায় আছে, সিনেমা (Movie) হল সমাজের দর্পণ। সমাজের থেকেই প্রেরিত হয়েই ছবি তৈরি করেন নির্মাতারা। বলিউড (Bollywood) ছবিও এর ব্যতিক্রম নয়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতদিনে যেমন প্রচুর দুষ্টুমিষ্টি রোম্যান্সের ছবি তৈরি হয়েছে, তেমনই আবার টানটান উত্তেজনার অনেক সিনেমাও বানানো হয়েছে। আজকের প্রতিবেদনে বি টাউনের সেরা ৭ এনকাউন্টার (Encounter) বেসড ছবির নাম তুলে ধরা হল যা হলিউডকে টেক্কা দিতে সক্ষম।

অব তক ছপ্পন (Ab Tak Chhappan)- এনকাউন্টার বেসড ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর। অভিনেতাকে সাধু আগাসে নামের এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে এই ছবিতে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বই পুলিশের এনকাউন্টার স্পেশ্যালিস্টি দয়া নায়কের জীবনের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছিল।

Ab Tak Chhappan

এনকাউন্টার দ্য কিলিং (Encounter The Killing)- একটি এনকাউন্টার দিয়েই শুরু হয় এই ছবির কাহিনী। বলিউডের ইতিহাসের আন্ডাররেটেড সিনেমাগুলির মধ্যে একটি হল ‘এনকাউন্টার দ্য কিলিং’। এই ছবিতে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছে।

Encounter the Killing

শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা (Shootout at Lokhanwala)- ১৯৯১ সালে মুম্বইয়ের লোখান্ডওয়ালায় হওয়া একটি এনকাউন্টারের কাহিনী দর্শিত হয়েছে এই ছবিতে। সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, বিবেক ওবেরয়, অমিতাভ বচ্চনের মতো তারকাদের দেখা গিয়েছে এই সিনেমায়।

Shootout at Lokhandwala

শ্যুটআউট অ্যাট ওয়াডালা (Shootout at Wadala)- ১৯৮২ সালে মুম্বই পুলিশের করা এক এনকাউন্টারের ওপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হয়েছিল। এই ছবিতে জন আব্রাহামকে মান্যা সুবে এবং অনীল কাপুরকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল।

Shoouout at Wadala

শাগির্দ (Shagird)- তিগমাংশু ধুলিয়া পরিচালিত এই সিনেমায় নানা পাটেকরকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে। যদিও তাঁর চরিত্রটি ছিল নেতিবাচক। নানা ছাড়াও এই সিনেমায় অনুরাগ কাশ্যপকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল।

Shagird movie

ডিপার্টমেন্ট (Department)- রাম গোপাল ভার্মা পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং সঞ্জয় দত্ত। একজন গ্যাংস্টারের কথায় একজন এনকাউন্টার স্পেশ্যালিস্টের ফেক এনকাউন্টার করার কাহিনী দেখানো হয়েছিল এই ছবিতে।

Department, Department movie

অব তক ছপ্পন ২ (Ab Tak Chappan 2)- ‘অব তক ছপ্পন’এর সাফল্যের পর এই ছবির সিক্যুয়েল রিলিজ করেছিল। প্রথম ভাগের মতো দ্বিতীয় ভাগেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নানা পাটেকর।

Ab Tak Chhappan 2

‘অব তক ছপ্পন ২’তেও নিজের চেনা মেজাজেই ধরা দিয়েছিলেন নানা। তিনি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন গুল পনাগ এবং আশুতোষ রানা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥