বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’ অজয় দেবগণ (Ajay Devgn) এবং কাজলের (Kajol) পাশাপাশি তাঁদের মেয়ে নাইসাকে (Nysa Devgan) নিয়েও সংবাদমাধ্যমে ব্যাপক চর্চা হয়। বি টাউনের জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন তিনি। এখনও অবধি ইন্ডাস্ট্রিতে পা না রাখলেও অজয়ের মেয়ে জনপ্রিয়তা দেখার মতো। আজ আবার নাইসার জন্মদিন (Birthday)। ২০ বছরে পা দিলেন তিনি।
দেবগণ দম্পতি এমনিতেই মেয়ে অন্ত প্রাণ। ভাইরাল ভিডিওর সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হলেও কখনও নাইসার পাশ থেকে সরে যাননি তাঁরা। নেটপাড়ায় বহুবার নাইসার এমন ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা দাবি করেছেন তিনি মদ্যপান করে আছেন। কাজল অবশ্য মেয়ের এই ট্রোলিংকে কখনওই পাত্তা দেননি। বরং বলেছিলেন, নাইসা নিজের জীবন উপভোগ করছেন।
আজ নাইসার জন্মদিনের দিনেও তাঁকে আদরে ভালোবাসায় ভরিয়ে দিলেন অজয় এবং কাজল। ‘কুছ কুছ হোতা হ্যায়’ অভিনেত্রী মেয়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা আমরা এবং আমাদের গল্প। তোমার মজার স্বভাব, বুদ্ধিমত্তা এবং তোমার সুন্দর হৃদয়কে আমি ভালোবাসি। তোমায় খুব ভালোবাসি’।
View this post on Instagram
শুধুমাত্র এই একটি পোস্টই নয়, মেয়েদের নিয়ে বেশ কয়েকটি উক্তি ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন কাজল। এর মধ্যে একটি উক্তিতে লেখা, ‘মেয়েদের বড় করতে সবাই একটু ভয় পায়। কিন্তু ওঁদের সাহসী, স্বাধীনচেতা হতে শেখান। যাতে কারোর খারাপ কথায় ওঁদের কিছু না যায় আসে। এমনভাবে বড় করুন যাতে পৃথিবী বদল করার ক্ষমতা থাকে ওঁর মধ্যে’।
মেয়ের জন্মদিনে ভালোবাসা উজাড় করে দিয়েছেন অজয়ও। নাইসার সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবির কোলাজ শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘যাকে নিয়ে আমার গর্ব আমি তাঁর বাবা। শুভ জন্মদিন বেবি’।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডে পা রাখার আগেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় অজয়-কাজলের মেয়ে। ইতিমধ্যেই বহু ফ্যান ক্লাবও তৈরি হয়ে গিয়েছে তাঁর। এমনকি বিদেশেও লোকে নাইসার থেকে অটোগ্রাফ চান বলে জানিয়েছিলেন কাজল। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, নাইসা মা-বাবার মতো অভিনয় দুনিয়ায় পা রাখবেন কিনা তা অবশ্য এখনও জানা যায়নি।